নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

সরকারের পক্ষ থেকে একটা বিশেষ সংকেত বুঝে নিন!

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

সব কিছুই ঠিকঠাক চলছে, যেমন ধরুন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মাঠে কোন আন্দোলন নেই, তাই তাদের লুট পাঠের বিরুদ্ধে কোন প্রতিরোধেই তৈরি হচ্ছে না। পত্রিকাগুলো এতদিন নিদেন পক্ষে তাদের সংবাদ বাণিজ্যের স্বার্থে হলেও সেই লুট পাঠের কিছু চিত্র জনগণের সামনে তুলে ধরেছে।এখন তৈরি হতে যাচ্ছে গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন। এই আইনের আলামত হিসেবে আমরা দেখছি, পুলিশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের অপরাধে সাংবাদিকে কলার চেপে ধরে কারাগারে নিয়ে যাওয়া, আর সিলেটের সাংবাদিক মুমতাজকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া। এটাকে আমরা সরকারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জন্য সবুজ সংকেত হিসেবে চিহ্নিত করতে পারি। সবোর্চ্চ আদালতে যাবেন? সেই পথও বন্ধ। কোন বিচারপতি আপনার পক্ষে ন্যায্য রায় দিয়ে চাকরি হারানোর ঝুঁকি নেবেন? ভুলে যাবেন না, এখন বিচারপতিদের অপসারণের ক্ষমতা কিন্তু সংসদের হাতে যাচ্ছে। এত কিছুর পরেও চলুন আমরা বসে বসে আঙুল চুষি!



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খেয়ে যে লাথি ল্যাং
ভেঙ্গে ঐ গেল ট্যাং
দেখলে কেমন তুমি খেল
ও চাদুরে.. দেখলে কেমন তুমি খেল... :-/ X(( X((

আঙুল চোষা ছাড়া জাতি করবেই বা কি?

বিরোধীদল যখন নিরো!!!!!!!

২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

আহমদ জসিম বলেছেন: উপমা হিসেবে দারুণ বলেছ।

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

রহস্৪২০ বলেছেন: হা হা জোকসটা কিন্তু জটিল বলছেন ভাই :-P =p~

২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

আহমদ জসিম বলেছেন: এটা জোকস না, বাস্তবতা।

৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

নিষ্‌কর্মা বলেছেন: এই সরকারকে চ্যালেঞ্জ করার কেউ থাকছে না।

ঠিক শেখ মুজিবের প্রোগ্রাম, এইবারে বেশ হিসেব কশে, খুব সাবধানে এগোচ্ছে আম্লিগ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৩

আহমদ জসিম বলেছেন: নগণের নিজস্ব রাজনৈতিক শক্তি দাঁড় করানোর কোন বিকল্প দেখছি না।

৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

ফারগুসন বলেছেন: দুই অপশক্তির একটিতো নির্মুল হোক। পরে হ্য়তো অপরটিও নির্মুল হবে। আসবে সত্যিকার লিডার অফ আও্য়ার নেসন।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৩

আহমদ জসিম বলেছেন: এটা নিজ থেকে হবে না, আমাদের গড়ে তুলতে হবে।

৫| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনি-আমিতো ছাড়পোকা,বিচারপতিদের প্রতি-বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা........!!

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন, ঠিক বলেছেন।

৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:২২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মিডিয়া কন্ট্রোল করাটা সরকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ...

আর এইসব গণমাধ্যম আইন টাইন ফ্যাগীসব! এগুলো যুগে যুগে ভোদাই বিপ্লবী সচেতন জনতাকে নিয়ন্ত্রণের জন্য সাগর কলা হিসেবে খাইয়ে দেয়া হচ্ছে ...

সেদিনের আইসিটির ৫৭ আর আজকের গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন সব এক পেঁয়াজেরই খোসা ...

তবে, মজার ব্যাপারটা হচ্ছে, এসবে দু চারটা ধরপাকড় ছাড়া তেমন কোন ফায়দা হাসিল কোনদিনই হয়নি আর হবেও না! সরকার যত চেষ্টাই করুক না কেন...

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

আহমদ জসিম বলেছেন: বলেছেন: মিডিয়া কন্ট্রোল করাটা সরকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ...




নতুন তথ্য জানলাম

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৬

সরলপাঠ বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X( X(

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

আহমদ জসিম বলেছেন: হা হা হা হা !

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

মুকতোআকাশ বলেছেন: "মিডিয়া কন্ট্রোল করা সরকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ! !" আর ও কত কিছু শুনতে হবে দিন দিন - হায় আল্লাহ! জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা কার দায়িত্ব ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২

আহমদ জসিম বলেছেন: নিশ্চিত ভাবেই রাষ্ট্রের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.