নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ পাড়ার নেতা ও তার ক্ষমতার ছোট্ট একটা নমুনা দেখুন!

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

কাল একটি ঘটনা আমাকে বিস্মিত করল, যুবায়ের নামে পাড়ার সেই ছোট্ট ছেলেটি, হঠাৎ চোখের সামনে দেখলাম অনেক বড় হয়ে গেছে। না, আকার আকৃতিতে না, ক্ষমতা বলে। মনে হয়, এই তো সেদিন: হাঁটতে গিয়ে পেন্ট খুলে যেত, নাক দিয়ে হিঙ্গিল পড়ত। ভাই ভাই বলে কেমন মায়াবী কণ্ঠে ডাকত। কাল দেখলাম তার গর্জন। তার এক ফোনেই বিশাল পিকাপ ভ্যানে ছড়ে কয়েক ডজন পুলিশ এসে হাজির। ঘটনা কি? পাড়াই তার বয়সী আরেক জনের সাথে খুনসুটি থেকে হাতাহাতি। কিন্তু যেখানে খুনোখুনি থামাতে পুলিশ পাওয়া যায় না, সেখানে হাতাহাতির জন্য এত পুলিশ! আবার এই ছোট্ট ছেলের ফোন পেয়েই। রহস্য কি? রহস্য আর কিছুই নয়, ছেলেটা এখন এমইএস কলেজে পড়ে আর সেই কলেজের নাকি সে ছাত্রলীগ নেতা! বুঝতে আর বাকি রইল না, এত নষ্টামির পরেও ছেলে-মেয়েরা কেন ছাত্রলীগ আর ছাত্রদলের মতো রাজনীতির সাথে যুক্ত থাকে। মনে মনে ভাবছি এক পাড়ার নেতার যদি এত ক্ষমতা থাকে তবে থানা কিংবা জেলা পযার্য় নেতাদের না কত ক্ষমতা! বিপদের কথা হলো, এই লুটেরা আওয়ামীলীগ-বিএনপির মতো দলগুলো শুধু ক্ষমতাই গিয়ে দেশের সম্পদই লুট করছে না, একই সাথে ক্ষমতা আর অর্থের মোহে ফেলে ধ্বংস করছে যুব সমাজের নীতি নৈতিকতাও।


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

নুর ইসলাম রফিক বলেছেন: ই লুটেরা আওয়ামীলীগ-বিএনপির মতো দলগুলো শুধু ক্ষমতাই গিয়ে দেশের সম্পদই লুট করছে না, একই সাথে ক্ষমতা আর অর্থের মোহে ফেলে ধ্বংস করছে যুব সমাজের নীতি নৈতিকতাও।

সহমত

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ নুর ইসলাম রফিক ভাই

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০

খেলাঘর বলেছেন:

ছাত্রলীগ সন্ত্রাসী; কিন্তু আপনার রগ-কাটা'দের কে ঠেকাচ্ছে? আপনি তো নিশ্চয় নন্দলাল!

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

আহমদ জসিম বলেছেন: আমার রগকাটা কারা?

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

নিও ০০৭ বলেছেন: আমরা সন্ত্রাসী বা রগকাটা কাউকেই চাই না। আমরা স্বাধীন দেশে শান্তিতে থাকতে চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

আহমদ জসিম বলেছেন: গকাটা আর সন্ত্রাসী ধ্বংস হোত নিপাত যাক।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

ইমরান আশফাক বলেছেন: আপনার সাহস আছে ভাই, বেশীভাগ লোকজন তো এতটুকু কথাই বলতে চায় না।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

আহমদ জসিম বলেছেন: সবাই চুপ করে থাকলে ওরা যে সুযোগ আরো বেশি পাবে।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

মাঝিবাড়ি বলেছেন: বিপদের কথা হলো, এই লুটেরা আওয়ামীলীগ-বিএনপির মতো দলগুলো শুধু ক্ষমতাই গিয়ে দেশের সম্পদই লুট করছে না, একই সাথে ক্ষমতা আর অর্থের মোহে ফেলে ধ্বংস করছে যুব সমাজের নীতি নৈতিকতাও।

একমত পোষণ করলাম....

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.