নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

একজন মেয়র প্রর্থী আনিসুল হক-এর চরিত্র নামা দেখুন!

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

রানা প্লজা ধ্বংসের প্রায় দু’বছর অতিক্রম হতে চলছে, এর মধ্যে ক্ষতিগ্রস্ত সব শ্রমিক কর্মচারী কি তাদের ন্যায্য ক্ষতি পূরণ পেয়েছে? উত্তর মোটেও না! বরং শ্রমিকদের ক্ষতি পূরণের টাকা নাকি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অলস পড়ে আছে। অপর দিকে আমরা মিডিয়াতে প্রতিনিয়ত খবর শুনছি, চিকিৎসার অভাবে, খাবারের অভাবে শ্রমিকরা ধুকে ধুকে মরছে! ঠিক এই যখন বাস্তবতা, তখন সেই রক্তচোষা খুনি বিজিএমইএ-এর একজন আমাদের সামনে হাজির হয়েছে, নির্বাচনের মাঠে! ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। যিনি আবার সেই রক্তচোষা খুনি চক্র বিজিএমইএ-সভাপতি ছিলেন। ঢাকার মোট ভোটারের ৮৫ ভাগই হচ্ছে দিনমজুর, গার্মেন্টস শ্রমিক তথা মেহনতি মানুষ। যে আনিসুল হক’রা শ্রমিককে শোষণ করে সম্পদের পাহাড় গড়েছে, সেই সম্পদ আবার বিদেশে পাচার করছে, যারা এদেশের মেহনতি মানুষকে মানুষ বলেই মনে করে না, আজ নির্বাচনের মাঠে সে বড় জনদরদী! সবচেয়ে বড় কথা, আমাদের অতীত ভুলে যাবার বার্তিক আছে। যতদিন আমরা এভাবে অতীত ভুলে যাব, ততদিন এই আনিসুল হক, আবদুল আওয়াল মিন্টু কিংবা মির্জা আব্বাসের মতো খুনিরা আমাদের মাথার উপর দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকবে।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শৈবাল সামি বলেছেন: আনিসুল হক বিজিএমইএ'র সভাপতি ছিলেন না। উনি এফবিসিসিআই এর সভাপতি ছিলেন। ঠিক করেন।

২| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

ঢাকাবাসী বলেছেন: প্রতিটি গার্মেন্টএর মালিক একেকটা টাকার পিশাচ খুনী, মানুষের প্রতি এদের কোনো মায়া দয়া নেই।

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

প্রািন্ত বলেছেন: মনের রাগ মেটাতে দু/এক কথা লিখেই পোষ্ট দেয়া উচিত নয়। আর আপনি কাউকেই ছেড়ে কথা বলেনি আপনার লেখায়। এখন দেখছি আপনি সিটি মেয়রপদে নির্বাচন করলে ভাল করতেন।

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:১২

ফুেকাকা বলেছেন: He was BGMEA president in 2005.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.