নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

ছিটমহল বিনিময়: যে কারণে ভারত হঠাৎ এত আগ্রহী হলো!

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১১

অবশেষে সীমান্ত বিল ভারতের রাজ্যসভাতে পাস হলো, অবশ্যই এরমধ্যে ১৬২টা ছিটমহল বাসীর নাগরিকত্বহীন ভাবে কেটে গেছে ৬৮ বছর। না, আদপে সংকটটা এমন কোন বড় ছিল না, দুই-দেশ বসেই সমস্যাটা সমাধান করে ফেলা যেত। কিন্তু এই নিয়ে তো রাজনীতির শেষ নেই, বাংলাদেশে ভারত বিরোধী আবার ভারতে বাংলাদেশ বিরোধী সব মিলিয়ে কম জল ঘোল হয় নি। কিন্তু হঠাৎ যেন সবকিছু মিলে মিশে একাকার। বাংলাদেশের এক টিভি চ্যানেল-এর বদৌলতে দেখলাম ভারতীয় এক অবাঙালি সংসদ এর বাংলা বক্তব্য, আহারে কি মধু তার ভাষণে। এই মধু এত দিন কই ছিল? যাক, একটা কথা বলে রাখি, ভারতের মাওবাদীরা সীমান্ত অঞ্চলে ক্রমশ শক্তি সঞ্চার করছে, এই খবর বহুদিন ধরেই আমরা নানা মিডিয়াতে পাচ্ছিলাম, সেই বিবেচনায় ভারত রাষ্ট্রের স্বার্থেই দ্রুত ছিটমহল বিনিময়টা ছিল ভারতীয় বুর্জোয়া শাসকদের জন্য ফরজে আইন।


মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

ইমরান আশফাক বলেছেন: একদম উচিৎ কথা বলেছেন। আমিও বুঝতে পারছিলাম না হঠাৎ এত দরদি হয়ে উঠলো কেন ওরা?

০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:১৮

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।

২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ডিজ৪০৩ বলেছেন: সব কিছুতেই সন্ধেহ মন । ভালকে ভাল বলার চেষ্টা করেন ।

০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:১৯

আহমদ জসিম বলেছেন: কথাই বলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়।

৩| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন:
নিজেরে প্রশ্ন করেন, ব্যাপারটা কি আমাদের জন্য খারাপ হইছে নাকি ভালো। খারাপ মনে হইলে এর বিরুদ্ধে আন্দোলনে নামেন, নাইলে চুপ থাকেন।

০৯ ই মে, ২০১৫ রাত ৮:০২

আহমদ জসিম বলেছেন: আন্দোলনের রাজপথে নামি, দেখি আমরা ক'জন ছাড়া বাকী সবাই ঘরে বসে আঙুল চুষে!

৪| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৫ রাত ৮:০২

আহমদ জসিম বলেছেন: আমাদের ভুবনে আপনাকে স্বাগতম।

৫| ০৮ ই মে, ২০১৫ রাত ২:১৯

স্পাইক্র্যাফট বলেছেন: হাইরে হুজুগে বাঙ্গালী... আফসুস হয়, এরা মানুষ হবে কবে!

০৯ ই মে, ২০১৫ রাত ৮:০৩

আহমদ জসিম বলেছেন: হাইরে বেয়াক্কেল মানুষ, এদের খোদা তুমি সাম্রাজ্যবাদ চেনাও।

৬| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৩২

লেখোয়াড়. বলেছেন:
যুক্তির শেষ নেই!!

৭| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

মিতক্ষরা বলেছেন: শুভ বুদ্ধির উদয় হওয়ায় ভারতকে ধন্যবাদ।

সীমান্তে এসব সমস্যার সৃষ্টি হত না যদি এই শুভ কাজটি আরো আগেই করা হত।

৮| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪১

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: গর্ধব কাকে বলে জানেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.