নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর উক্তি ও একটা মজার কৌতুক!

০২ রা জুলাই, ২০১৫ রাত ২:০২

আসলে এটা একটা কৌতুক কিংবা গল্প, তবে সেটা মনে পড়ল মাননীয় প্রধানমন্ত্রীর: সব ঠিকটাক আছে, দেশ এগিয়ে যাচ্ছে,’ উক্তিটা শোনার পর। গল্পটা এই রকম: দীর্ঘ দিন প্রবাসে থাকার পর এক প্রবাসী দেশে ফিরে এলে, তাকে বিমানবন্দর-এ রিসিভ করতে যায় বাড়ি দীর্ঘ দিনের বিশ্বস্ত কাজের লোকটি। কাজের লোক দেখে প্রবাসী একটু হত অবাক হয়ে জানতে চায়লো.
- কি রে, তুই এলি যে বাড়ি সব ঠিকটাক আছে তো?
- হ ভাই, সব ঠিকটাক আছে। খালি বিড়ালটা মারা গেছে!
- বিড়ালটা মরল কেমনে?
- ওই গাভিটা মারা যাওয়ার পর আর দুধ খাইতে পায় না,সে জন্যই তো
- আহারে! গাভিটা মরল কেমনে?
- আপনার বাবা মরণের পরে তো এটারে দেখার কেউ আছিল না, তাই....! প্রবাসী এবার কান্না জড়িত কণ্ঠে: বাবা নাই...! এবার কাজের লোকটাও একই রকম কান্না জড়িত কণ্ঠে: থাকবে কেমনে, চোখের সামনে এমন নাতি মার গেলে কেউ শোক সইতে পার! প্রবাসী এবার বিলাপ করে: আমার খোকাও নাই। কাজের লোকটা এবার রাগী স্বরে: থাকবে কেমনে, এমন দুধের শিশু মা ছারা বাঁচতে পারে? প্রবাসী বলল: তাইলে এখন আমি সেই ফাঁকা ঘরে গিয়ে কোরবটা কি? কাজের লোকটা বলল: ভাইজান ঘর পাইলেন কই? ওটা তো বহুত আহে বন্যার জলে ভেসে গেছে!
তারপরও বলি প্রধানমন্ত্রী মিথ্যা বলে নি, তাঁর ও তাঁর দলের আশীবাদ প্রাপ্তরা যে বেশ ভাল আছে এটা বুঝার জন্য বিশেষজ্ঞ হতে হয় না।




মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ২:১৭

মোহাম্মদ জামিল বলেছেন: সহমত+++++++++

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ জামিল ভাই।

২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:৩৬

বাকা পথ বাকা চোখ বলেছেন: হা,হা,হা

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৯

আহমদ জসিম বলেছেন: হি হি হি!

৩| ০২ রা জুলাই, ২০১৫ ভোর ৫:৫৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ম্যাও ম্যাও প্যাও প্যাও

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০৩

আহমদ জসিম বলেছেন: ঘেউ ঘেউ

৫| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৪২

যুবায়ে২৯ বলেছেন: গল্পটা শুধুই গল্প নয়।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০৪

আহমদ জসিম বলেছেন: ঠিক ধরেছেন।

৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৪১

সাদী ফেরদৌস বলেছেন: প্রধানমন্ত্রীর কথা মতো দেশ যদি ঠিক ভাবে না চলতো তাহলে আপনার মতো বুদ্ধিজীবীরা ! স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারতেন না । মজার ব্যাপার হচ্ছে রাতে কিছু টকশো বুদ্ধিজীবীরা রাত জেগে টকশো করে সরকারের গীবত করে বেড়ান । তাদের প্রধান কথা একটাই = দেশে মত প্রকাশের স্বাধীনতা নাই । অথচ গভীর রাত জেগে বিভিন্ন চ্যানেলে তারা সরকারের চরম নিন্দা করে বাসায় ফিরে যান । এই জন্য বোধয় দেশে মত প্রকাশের স্বাধীনতা নাই ।

প্রধানমন্ত্রী যদি এই কথা বলে থাকেন , তবে তার কথায় সমর্থন দিলাম , কারন দেশ আজ স্বাধীনতার পর নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে , এটা এমনি এমনি হয় নাই ।

জসিম ভাই জান , ব্লগে ফালতু সময় না কাটিয়ে রাস্তায় নেমে বাকশালিদের বিরুদ্ধে আন্দোলন করেন । সামনে ঈদ ।

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২

আহমদ জসিম বলেছেন: মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন? বড় ভয় হয় যদি গুম হয়ে যায়! তবুও মানুষতো চপি করে থাকতে পারি না। জি, দেশ নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে! এযেন কাজীর গরু খাতাতে আছে গোয়ালে নেই।

৭| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:১৫

অবিবাহিত জাহিদ বলেছেন: Misty kothay tikto aghat

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩১

মুহামমদল হািবব বলেছেন: সহমত। পাগল হাছান মাহমুদকে গল্পটা শুনিয়ে দিন।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪০

ফরিদ আহমাদ বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.