নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

গল্প মনে হলেও ঘটনা সত্য: আওয়ামী ক্যাড়ার যে ভাবে গণপিটুনি খেল!

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

ঘটনাটা গল্পের মতো শোনালেও আসলে এটা কোন গল্প নয়, শত ভাগ সত্য ঘটনা। আর ঘটেছে একেবারে আমার বাড়ির কাছে। একই গলি পথ দিয়ে ঢোকার সময় রিকশাচালকটা প্রাইভেট কারের মালিককে স্রেফ বলে ছিল তাকে একটু সাইট দেওয়ার জন্য, এতেই সহ্য হলো না সেই যুবলীগের ক্যাডার মালিক কামালের! গাড়ি থেকে নেমে ৫৫ বছরের রিকশাচালককে কিল, ঘুসি আর লাথি মেরে ভয়ানক আহত করল। দৃশ্য দেখে পাশের রিকশা গ্যারেজের সমস্ত রিকশা চালক ক্ষেপে উঠল। সবাই মিলে গাড়িটা আটকে দিল আর ঘেরাও করে ফেলল কামালকে। তাকে উদ্ধার করার জন্য ছুটে এলো এলাকার সম্মানিত ব্যক্তি জামশেদ চৌধুরী। ঠিক আছে রাতে এই ঘটনার বিচার হবে, এই গ্যারেজেই। শ্রমিকদের এই আশ্বাস দিয়ে কামালকে ছাড়িয়ে নিল চৌধুরী। হ্যাঁ, রাতে বিচার বসে ছিল, যথারীতি সেই ফ্যাসিবাদী পদ্ধতি তে বিচার হলো: ঠিক আছে, কামাল ভুল করেছে, তাই সে, রিকশা চালকটার পুরো চিকিৎসার ব্যয় বহন করবে, সেই সাথে যতদিন কাজ করতে পারবে না, ততদিন রিকশা চালকের সংসার খরচও দেবে। বিচার শেষ একজন রিকশাচালক উঠে দাঁড়িয়ে তার লুঙ্গি থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে বলল:টাকা আছে তাই সমস্ত অন্যায় টাকা দিয়ে ছাপা দেবে, এটা আমার বালের বিচার! বিচারক তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল: তাইলে তুই কি বিচার চঅস? কথাটা বিচারকের মুখ দিয়ে বেরোবার সাথে সাথে রিকশাচালকটা চিৎকার দিয়ে বলে উঠল: চোদানির পোয়ারে ধর! সাথে সাথে শ’ দেরেক মেহনতি মানুষ শুরু করল তাদের নিজস্ব পদ্ধতিতে বিচার কাজ। কামাল উদ্ধার হওয়ার পর দেখা গেল সে দ্বিগুণ আহম হয়েছে, সেই রিকশাচালকের তুলনায়। উদ্ধার পাওয়ার পর কামাল ফোঁপাতে ফোঁপাতে বলল: মামু অনেরা যত টেয়া চন আঁয় অতটেয়া দিয়ম আরে আর ন মাইজ্যন। এই কথার জবাবে একজন রিকশা চালক চিৎকার করে বলল: তোর টেয়া ভরি আঁরা মুতি, আঁরা চাঁদা তুলি ইতের চিকিৎসা গইজ্যম। অনেকদিন পর আমি দেখলাম মেহনতি মানুষের জেগে উঠার দৃশ্য! মনে পড়ল হুমায়ুন আজাদের একটি কবিতার পঙক্তি: গরিবা কি সুন্দর, তখন, যখন সে জেগে উঠে!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: প্রতিবাদ, সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন দাদা।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:৫৮

শার্লক_ বলেছেন: বাহ ভাল খবর পড়লাম একটা। কবে যে আমার মতো নির্বোধরা জেগে উঠবে!!

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১০

আহমদ জসিম বলেছেন: জাগো বাহে কুণ্ঠে সবার।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গটনা ছাইত ফাইল্লে আরো গম লাইতো.......
তোর টেয়া ভরি আঁরা মুতি, আঁরা চাঁদা তুলি ইতের চিকিৎসা গইজ্যম......বাফর বেডা

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:০০

আহমদ জসিম বলেছেন: বদ্দা তো আঁর দেশি, হড়ে থাহন, একদিন চলি আয়ন বাতিঘরত, আড্ডা ওইবো।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:০৫

যোগী বলেছেন:
দারুন আশাজাগানিয়া খবর শেয়ার করলেন।

০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

সামুরাই_কাতানা বলেছেন: ভাল লাগলো। আসলে সব অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত।

৬| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোকাল অইলেও মাইনষে আঁরে ভইঙ্গা হ।
আইস্সুম মানে হামাকা আইস্সুম।বাতিঘর ন ছিনিলাম।কুলি হন।চিনি হম।ডাহাত্তো আইস্সি দে।

০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আহমদ জসিম বলেছেন: বাতিঘর ওইলো, জামালখান প্রেসক্লাবের নিচে বইয়ের দোয়ান। ত বদ্দা আঁর ফোন নম্বর দিলাম;০১৭১৮৩৪৫০৭১, হবর লইত পারন।

৭| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদ্দা, অনরে গম লাইগ্গে
জেন্টেলম্যান
বালা মানুষ
সময় গরি আইস্সুম একদিন
অনরে লই জামান'ত মাইজ্জানা গোশ্ত দিয়েরে বাত হাইয়ুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.