![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একটা প্রধান জাতীয় দৈনিকের শিরোনাম ছিল অনেকটা এই রকম, বিএনপি কোথাও নেই, মাট ছিল আলীগের দখলে। ব্যাপারটা নিয়ে আমার পাড়ার বিএনপির কর্মিদের বেশ হতাশ হতে দেখাগেছে! তাদের অভিমত এই রকম, (১) আলীগের কর্মিরা দলের প্রতি বেশ নিবেদিত সে তুলনায় বিএনপির কর্মিরা অনেকটা শীতল। (২) আলীগের নেতারা সাহসী, বিএনপির নেতারা ভিতু। (৩) আলীগের নেতারা দলের প্রতি অনুগত্য, আর বিএনপির নেতারা সুবিধাবাদী। আমার অভিমত অবশ্যই ভিন্ন, এই আর্শদহীন লুটপাটের রাজনীতিতে পার্টি প্রেম কিংবা আনুগত্যতা বলে কিছুই নেই, যা আছে তা হলো প্রয়োজন, আজ বিএনপির যে অবস্তা, আলীগেরও ঠিক একই অবস্তা ক্ষমতার পতনের সাথে সাথে। আপনাদের কী অভিমত?
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪০
আহমদ জসিম বলেছেন: আসলে ব্যক্তিগত সুবিধে না থাকলে এরা এই দলগুলো করতো না।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
২ দলেই ঠকবাজদের নিয়ে গঠিত, তবে আওয়ামীগুলো মনে করে যে, তারা দেশকে ভালোবাসে; বিএনপি'রগুলো মনে করে যে, তারা বেগম জিয়াকে ভালোবাসে
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪১
আহমদ জসিম বলেছেন: এই তথ্য আপনে কোথায় পেলেন?
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
আলআমিন১২৩ বলেছেন: তবে আওয়ামীগুলো মনে করে যে, তারা দেশকে ভালোবাসে; বিএনপি'রগুলো মনে করে যে, তারা বেগম জিয়াকে ভালোবাস
আপনাকে এটা কে বলেছে মিঃ চাদু?
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২২
আহমদ জসিম বলেছেন: আমারও ঠিক একই প্রশ্ন
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই যুগে খামাখা কে জেলে যেতে চাইবে। মানুষের পেটে ভাত নেই। বেকারত্ব বেড়ে গিয়েছে। দলের মহাসচিব সহ অনেক নেতা কর্মী মাসের পর মাস জেল খেটেছেন। তাছাড়া সাধারণ জমায়েত হলেও সরকার গ্রেফতার করে। তাই বিএনপি কর্মীরা এখন হতাশ। তবে সময় পাল্টে গেলে চাঙ্গা হতেও সময় লাগবে না...
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪
আহমদ জসিম বলেছেন: শুধু জেল কেন, প্রয়োজনে জীবনও দিতে চাইবে, যদি সেখানে জনগণের স্বার্থ থাকে, উন্নত চেতনা থাকে আর আর্দশের প্রশ্ন থাকে
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
সাইন বোর্ড বলেছেন: অামার তো মনে হয় ক্ষমতা হারালে এদের অবস্থা অারো বেহাল হবে ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
আহমদ জসিম বলেছেন: হতে পরে, কারণ ওরা সৃজনশীল ভাবে নীপিড়নের কায়দাগুলো রপ্ত করছে
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: ব্যর্থতা দুই দলেরই আছে।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আহমদ জসিম বলেছেন: এটাকে ব্যর্থতা বলছেন কেন দাদা? এটাতো আদর্শহীনতা
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
গরল বলেছেন: দলের পদগুলো নেতা কর্মীদের না দিয়ে যদি নিলামে বেচাবিক্রি করে তাহলে দলের অবস্থা এরকমই হয়। আওয়ামিলীগেরও একই অবস্থা হবে ক্ষমতা থেকে ছিটকে পড়লে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২২
আহমদ জসিম বলেছেন: এটা হচ্ছে আদর্শহীন দলের লক্ষণ
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩
নূর আলম হিরণ বলেছেন: আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া দেশ আর কেউ ভালোভাবে চালাতে পারবে না, বিএনপি মনে করে তাদের শাসনকাল ছিলো স্বর্ণযুগের।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
তারেক_মাহমুদ বলেছেন: দুই দল ই মুদ্রার এপিঠ ওপিঠ, ক্ষমতা না থাকলে অনেক সুবিধাবাদীকে খুজে পাওয়া যাবে না