![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২৮শে ফেব্রুয়ারি, মাসের শেষ দিন, সেই সাথে বইমেলারও শেষ দিন। পৃথিবীতে অনেক বইমেলা হয়,তবে ওই বইমেলা থেকে আমাদের বই মেলার স্পষ্টত একটা পার্থক্য আছ, অন্যমেলাগুলোতে আছে শুধুই বানিজ্যিক সম্পক আর আমাদের বইমেলাতে বানিজ্য ছাড়াও আছে চেতনার সম্পক,এটা হচ্ছে একটা ইতিবাচকদিক। তবে সবচেয়ে নেতি বাচক দিকটা হলো, আমাদের দেশের অধিকাংশ প্রকাশকেই হয়েগেছে মৌসুমি প্রকাশক, মেলা আসলেই তাঁরা বই প্রকাশের হুড়হুড়ি শুরু করে, অথচ সারা বছর কোন খবর থাকে না। যার সাথে আবার যুক্ত হয়, মুরগি ধরা ব্যবসা। এই নেতি বাচক দিকটা সুষ্ট হয়েছে অবশ্যই, পাঠক সংকটের কারনে। কোথায় জানি পড়েছিলাম, রবীন্দ্রনাথ তাঁর একটা উপন্যাস সম্পর্কে বলছেন, আমার এই উপন্যাস বড়ই জনপ্রিয় হইয়াছে, ইহা আড়াইশো কপির কম ছাপিলে হইবে না। সেই রবীন্দ্রযুগ পেরিয়ে আজও আমাদের অধিকাংশ বইয়ের প্রথম সংস্করণ প্রকাশিত হয়, সেই আড়াইশো কপি, জাতি হিসেবে সত্যি এটা আমাদের জন্য চরম লজ্জার।
০১ লা মার্চ, ২০১৮ রাত ২:২৫
আহমদ জসিম বলেছেন: তার মানে পেশাদারিত্বের অভাব আছে
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১
মায়াবী ঘাতক বলেছেন: সত্যি কথা বলতে কি হুমায়ন আহমেদের মৃত্যুর পর বইমেলাটা কেমন যেন পানসে মনে হয়। আর ব্লগার হত্যার পর বইমেলায় যেতেও কোন আগ্রহ হয় না।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনার বইয়ের কোন সংবাদ আছে?
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২
আহমদ জসিম বলেছেন: ০১৭১৮৩১১৬২৬০এই নম্বরে ফোন করে পরপুরুষ সংগ্রহ করতে পারেন
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
ঢাকার লোক বলেছেন: আড়াইশ কপি? তাও বিক্রি হয়না মেলায় ? দুঃখজনক !
সেজন্যই মনে হয় প্রকাশকরা বছরের অন্য সময়টা ফুচকা বিক্রি করে পোষায়ে নেয় !!
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
আহমদ জসিম বলেছেন: বছরে একবার মুরগি ধরে সারা বছর খায়
৫| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: য়াবী ঘাতক বলেছেন: সত্যি কথা বলতে কি হুমায়ন আহমেদের মৃত্যুর পর বইমেলাটা কেমন যেন পানসে মনে হয়। আর ব্লগার হত্যার পর বইমেলায় যেতেও কোন আগ্রহ হয় না।
৬| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:০৮
মোঃ রাশেদ হাসান চৌধুর বলেছেন: বইমেলায় সত্যিই বইয়ের দাম অনেক বেশি!!! তাই বইমেলা থেকে বই কেউ তেমন একটা কিনতে চায় না।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০
রসায়ন বলেছেন: বই মেলায় বইয়ের দাম নাকি বেশি । বন্ধুদের অনেককেই দেখলাম বইমেলায় বই পছন্দ করতে যায় এরপর মেলা শেষ হলে নীলক্ষেত থেকে সেগুলো কিনে আনে । এক্ষেত্রে নাকি বইমেলার চাইতে দাম কম পরে । ।