![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনের পর, প্রধানমন্ত্রী বলেছিলেন, বেডরুমের নিরাপত্তার দায়ত্ব তার সরকারের নয়, অথচ, এর পর প্রকাশ্যে রাজপথে কত খুন হয়ে গেল, এইসব খুনের কোনটারই ঠিকটাক মতো বিচার পেলাম না আমরা। এরপর বুঝে নিলাম বেডরুম বাহানা মাত্র, খিনের বিচার সরকারের উদ্দেশ্য নয়, কেন নয়? বুঝতে হবে, এসব খুনের মধ্যদিয়ে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠি তাদের বিকৃত চেতনা প্রকাশ ঘটায় মাত্র, আখেরে লাভটা হয়, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠির, ওরা অপরাধী শনাক্ত করার বদলে মেতে উঠবে দায় চাপানোর খেলায়,চেতনা ব্যবসা শুরু করবে আরো জোরেশোরে, অথচ তলে তলে হাত মিলাবে এই মানব সভ্যতা বিরোধীদের সাথে। প্রতিবাদী বন্ধুরা আমরা ডা
যাতে ভুলে না যায় যে, ফ্যাসিবাদী শাসনেই হচ্ছে, ধর্মান্ধ মৌলবাদী শক্তি বেঁচে থাকার সহায়ক পরিবেশ।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই,
২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: এক সমস্যার মধ্যে আপনি আরও সমস্যা ডুকাচ্ছেন ক্যান? আজিব !!
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার বই সম্পর্কে বলুন।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৭:০৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রতিবাদ হবেই। কারন তিনি জনপ্রিয়। এই জনপ্রিয়তা উনার অর্জন। আবার চাপাতির হামলাও হয়েছে । কারন তিনি শত্রু তৈরী করেছেন।
উনাকে নিয়ে আলোচনা হবেই।
মনে রাখতে হবে এই হামলা কোন স্বার্থের সংঘাতের কারনে হয় নি। হামলা হয়েছে উনার আদর্শিক বিশ্বাসের কারনে অথবা প্রশাসনিক দায়িত্বের কারনে।
এই প্রতিবাদ চালু থাকুক।
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আহমদ জসিম বলেছেন: আমি প্রতিবাদের বিপক্ষে বলি নাই, সচেতন প্রতিবাদের কথা বলেছি
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৭:১৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা জাতি কি এতোই অধঃপতিত হয়ে গেলো যে তাদের কাছে কোনো প্রানেরই মূল্য নেই ?
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩২
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আচ্ছা, কয়েকদিন আগে সংখ্যালঘুদের বেশ কিছু জায়গায় হামলা হয়েছে। হানাফী-আহলে হাদীসদের মারামারিতে কয়েকজন আহত। এক ঈমাম দুর্বৃত্তদের হামলায় নিহত। এবার জাফর ইকবাল স্যারের ওপরে হামলা। এসব কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি কোনও যোগসূত্র আছে?
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
আহমদ জসিম বলেছেন: নিশ্চিত ভাবেই যোগসূত্র আছে, সে সাথে আছে রাষ্টের দায়, রাষ্ট্রের পশ্রয়ে মৌলবাদ মাথাছাড়া দিয়ে উঠছে
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত। ইতিহাস এমনই বলছে।