![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোটের রাজনীতিতে ডক্টর কামাল গুরুত্বহীন, তবে তার এই গুরুত্বহীনতার দায় তাঁর নয়, বরং এটা আমাদের সমাজেরই বাস্তব চিত্র, আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে ভোটের রাজনীতিতে একজন কামাল হোসেনের থেকে বরং, সন্ত্রাসী আর মাদক ব্যবসায়ীদের কদর অনেক বেশি, তাই কামাল হোসেনের ভোটের হিসাব নিয়ে যারা তাঁকে মূল্যায়ন করছেন, তারা আসলে সমাজের সেসব মূর্খদের প্রতিনিধিত্ব করে যারা বিবেক দিয়ে বিবেচনা করে না, বরং আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন!
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: উনার মূল্য কমেনি। মূল্য কমে গেছে। এই ডায়লগের বিজ্ঞাপন প্রচারণা টা বেশি হয়ে গেছে।।
আরে মন্টু শুনেছিস বামনের না বাচ্চা হইছে। আর বামনি তো রাক্ষসী হয়ে গেছে।
এই কথা শুনে হাদা কি করলো? সারা এলাকায় জনে জনে বলতে শুরু করলো।
আর এলাকার মসজিদে মাইকিং করলো। আর ঢোল পিটিয়ে সেই খবর রটালো।
আরে ভাই কাউরে চোর বললেই সে চোর হয়না
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ড. কামাল এক্সপায়ার্ড। তবে নেতাদের দোষ দিয়ে লাভ নেই। হাসিনা-খালেদার পক্ষে কচুগাছ দাঁড় করিয়ে দিলেও কয়েক লাখ সিল পড়বে।
মাথায় রাখতে হবে জনতা নেতা তৈরী করে/নেতা তৈরী হয় সময়ের প্রয়োজনে। জনগণ সচেতন হলে, দলের চেয়ে দেশকে বেশী শিখলে সুস্থ রাজনীতি তৈরী হবে। তার আগে নয়।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪২
বনসাই বলেছেন: ডক্টর কামাল হোসেন পণ্ডিত ব্যক্তি, এটা মানতে হয়। কিন্তু নেতা হিসেবে তিনি অচ্ছুত। তিনি Boss হয়েছেন Leader হতে পারেন নি। কোনো আন্দোলন সংগ্রামে মাঠে পথে ছিলেন না। এ বিষয়ে ব্লগার চাঁদগাজীর ভালো বিশ্লেষণ এখানে পড়েছিলাম। বি চৌধুরী-কামাল আ'লীগের বিটিম।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
ঢাবিয়ান বলেছেন: কাল টাকায় মনোয়নপত্র বিক্রি বন্ধ , চিহ্নিত অপরাধীদের নির্বাচনে অযোগ্য প্রার্থী হিসেবে ঘোষনা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি বন্ধ করা যায় তবেই কামাল হোসেনদের মত যোগ্য ব্যক্তিরা নির্বাচনে জয়লাভ করবে।
ডঃ কামালকে যারা নষ্ট রাজনিতির ভোটের হিসেব দিয়ে বিবেচনা করে তারা কোন না কোনভাবে নষ্ট রাজনীতির সুবিধাভোগী। এদের বিবেকবোধ, লাজ সরম এতটাই কম যে প্রকাশ্যে লুটপাঠেরর রাজনীতির পক্ষালম্বন করতে এতটূকু লজ্জিত বোধ করে না।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: আজকের দিনটিই গুরুত্বপূর্ণ। কেননা, আজকের দিনে যা কিছু করবো, আগামীকাল আজকের দিনে ফিরে এসে তা আর বদলাতে পারবো না!
শুভ সকাল।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোটের রাজনীতিতে ডক্টর কামাল গুরুত্বহীন,
কিন্ত কেন ???
একসময় আমি উনার প্রচন্ড ভক্ত ছিলাম,
উনার পান্ডিত্ত নি:সন্দেহে ঐ সময়ে তূলনাহীন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তাহলে আমরা কেন মূল্যায়ন করলাম না ???
প্রশ্নটা সকলের কাছে,