নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

একজন মাসুদা ভাট্টি ও তার ক্ষমতার উৎস

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭

ব্যারিস্টার মইনুল ইসলাম গ্রেপ্তার হবার পর, বারবার মনে হচ্ছে, সত্যি বড় অদ্ভূত দেশে আমরা বাস করি, এই এমন এক দেশ, যেখানে খুনিরা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াই, আর যারা গালি দেয় তাদের গ্রেপ্তার হতে হয়, জেলে যেতে হয়, অথচ সারাজীবন জেনে এসেছি, গালি দেওয়া হচ্ছে অভদ্রতা আর খুন করা হচ্ছে অপরাদ, এই অদ্ভূত ভুতুড়ে দেশে সব যেন উল্ট হয়ে গেল, সাংবাদিক দম্পতি সাগর -রুনির হত্যাকারিরা আজও ধরা চোয়ার বাইরে, মিতু কিংবা কিশোর তৌকির হত্যাকারিদের আমরা চিনি, অথচ খুনির নাম উচ্চারণ করার সাহস আমাদের নেই, কিন্তু একজন ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার হন, জনৈক মাসুদা ভাট্টিকে চরিত্র চরিত্রহীনা বলার অপরাধে, এই অদ্ভূত দৃশ্যগুলো দেখি আর মনে মনে বলি, হায়রে ভাট্টি, তোমারে যদি বিএনপি পন্থি কেউ গালি না দিয়ে, সরকার পন্থি কেউ খুনও করত, তবে আমি নিশ্চিত এই খুনের বিচার হতো না, হায়রে ব্যারিস্টার মইনুল হোসেন, হাতি যদি খাদে পরে, তবে তেলপোকাও লাথি মারে!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৬

আরোগ্য বলেছেন: উল্টো পথে চলছে স্বদেশ।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন ভাই

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:


ভাট্টি না মাট্টি কি করে কে জানে; তবে, মইনুল হোসেনরা সাধারন বাংগালীর বিপক্ষে ষড়যন্ত্র করে

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

আহমদ জসিম বলেছেন: ষড়যন্ত্রের একটা নমুনা বলেন

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৯

জগতারন বলেছেন:
ব্যারিস্টার মইনুল ইসলাম কি বি-এন-পি পন্থি নাকি (লেজ গুটিয়ে রাখা) স্বাধিনতা বিরুধিদের পন্থি ?

প্রকাশ্যে সংবাদ মহিলা কর্মীকে চরিত্রহীনা বলা কি খুব ছোট্ট একটি কথা ?
ইহা কি সাধারনভাবে নেওয়া যায় ?

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

আহমদ জসিম বলেছেন: আর সরকার যেটা করল সেটা আরো বেশি অসাধারণ হয়ে গেল, ব্যক্তিগত রেশারেশি নিয়ে রাজনৈতিক ফায়দালুটা

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট সামনে অনেক নাটক মঞ্চস্হ হবে,
আমরা দর্শক, টিকেট ছাড়া দেখতে পাব ।

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

আহমদ জসিম বলেছেন: ভালো বলেছেন

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতার উৎস আওয়ামী লীগ সমর্থন করা। এই দল করলে ও ক্ষমতায় থাকলে অনেক শক্তিশালী হয় সবাই। যেমন - ছাত্রলীগ...

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

আহমদ জসিম বলেছেন: কথা সত্য

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: পুরো পোষ্টে কোথাও একটি দাড়ি নেই, বোঝা যাচ্ছে আপনি বড়ই ব্যথিত।

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

আহমদ জসিম বলেছেন: দাঁড়ানোর সুযোগ কোথায় বলুন?

৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইতিহাস হয়ে গেলো।
মইনুল হোসেনের মতো মাথাগরম লোকগুলোর রাজনীতি থেকে দূরে থাকা ভালো। উনার শিক্ষা হবে আশাকরি।

আওয়ামীলীগের রাজনৈতিক ফায়দা হাছিলের চেষ্টা 'লজ্জাজনক'

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬

আহমদ জসিম বলেছেন: রীতিমতো জাতির জন্য লজ্জাজনক

১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: সব কিছুই এক সময় শেষ হবে, তখন এই ভাট্টি চাট্টি দের কি হবে ভেবে দেখেছেন? ব্যারিস্টার মইনুল ইসলাম এত সহজ মানুষ না.......।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

আহমদ জসিম বলেছেন: কিন্তু এই দুষ্ট রাজনীতির চক্রে পড়ে জনগণের ভোগান্তি চলতেই থাকবে

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:২২

অনল চৌধুরী বলেছেন: অঅপনি তো মহিলাদের প্রকাম্যে চরিত্রহীন বলা সমর্থন করছেন।
রাজনৈতিক বিবেচনা অনেক অপরাধেরই শাস্তি হয়না,এটা সব সরকারের আমলেই।
বিএনপি আমলের ঘটনাগুলি মনে করে দেখেন।
জনগণও কোনদিন সচেতন হবেনা অার এসবের কোন পরিবর্তনও হবে না।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

আহমদ জসিম বলেছেন: জনগণ কখনও সচেতন হবে না, এই ভাবে ভাবতে আমি রাজি নয়, আমি শুধু বলছিলাম ব্যারিস্টার সাহেব বিরোধী পক্ষের লোক না হলে, শুধু অসম্মান নয়, এর থেকে জগণ্য অপরাদ করলেও কোন কিছু হতো না

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৫

অনল চৌধুরী বলেছেন: অাপনি তো মহিলাদের প্রকাশ্যে চরিত্রহীন বলা সমর্থন করছেন।
খালেদাকে কেউ চরিত্রহীন বললে তো তার আমলে জবাই করা হতো।
রাজনৈতিক বিবেচনায় অনেক অপরাধেরই শাস্তি হয়না,এটা সব সরকারের আমলেই।
বিএনপি আমলের ঘটনাগুলি মনে করে দেখেন।
জনগণও কোনদিন সচেতন হবেনা অার এসবের কোন পরিবর্তনও হবে না।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

আহমদ জসিম বলেছেন: আপনেও সেই গড়পড়তা সমস্যাই ভুগছেন, এই ফ্যাসিবাদী শাসকের সমালোচনা করছি মানে আপনে ধরে নিয়েছেন, আমি বিএনপি ফ্যাসিবাদের সমর্থন করি

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

আহমদ জসিম বলেছেন: আপনেও সেই গড়পড়তা সমস্যাই ভুগছেন, এই ফ্যাসিবাদী শাসকের সমালোচনা করছি মানে আপনে ধরে নিয়েছেন, আমি বিএনপি ফ্যাসিবাদের সমর্থন করি

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৫

অনল চৌধুরী বলেছেন: ব্যারিস্টার মইনুল হোসেন, হাতি যদি খাদে পরে, তবে তেলপোকাও লাথি মারে! [/sbমইনুল হাতি হলো কবে থেকে?
তার মতো ব্যারিষ্টার দেশে হাজার হাজার আছে।
একমাত্র ইত্তেফাকের মালিক হিসেবে তার কিছুটা নাম-ধাম ছিলো কিন্ত ২০০৯ থেকেও সেটাও নাই কারণ সে তার অংশ বিক্রি করে দিয়েচে।
এখন সে খোড়া ঘোড়া,হাতি না।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

আহমদ জসিম বলেছেন: এই খোড়া ঘোড়ার কাছেও একজন ভাট্টি নস্যি

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০১

অনল চৌধুরী বলেছেন: এতো ক্ষমতাবান জন্যই তো সে ভাট্টির মামলায় সাধারণ আসামীদের মতো মেঝেতে শুয়ে জেল খাটছে।
পারলে সে ভাট্টিকে জেল খাটাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.