নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

ফল চুরি আমার ও একজন জাফরুল্লাহ চৌধুরীর অভিজ্ঞতা

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

আমাদের বাড়ির পাশে যে ইন্জিনিয়ার পরিবারটি থাকতো তাকে আমরা বলতাম ফোতা ইন্জিনিয়া। জীবনে এমন কৃপণ মানুষ আমি খুব কম দেখেছি, বিশেষ করে তার অসভ্য স্ত্রীটা কাজের মেয়েদের সাথে যে ব্যাবহার করত সেটা ছিল অসহ্যকর। আর সেই অত্যাচানের অথবা কৃপণকে শিক্ষা দেওয়ার জন্য আমরা একদল কিশোর দল বেঁধে রাতের বেলায় তার গাছের ডাব নারকেল, কাঁঠাল, আম, কুল সাবাড় করে দিতাম, একবার দরাও খেয়েছি, শাস্তি হয়েছে কানমলা। দলা পুকুরের মাছ যে, দুএক বার চুরি করে খায়নি তাও না। জানতাম ধরা খেলে বিপদ হবে, সে বিপদের ধরন কেমন হতে পারে? ঘরে বকাঝকা খাওয়া, কান ধরে উঠবস করা, কিংবা বড় জোড় দু 'চারটা চড় থাপ্পড় । কিন্তু এই পরিনত বয়সে এসে দেখছি, ফল আর মাছ চুরির জন্য মামলা হলো, তাও যেনতেন ব্যক্তির বিরুদ্ধে নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ন চিকিৎস্যক ও সংগঠক জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যাক্তির বিরুদ্ধে, অবশ্যই এই অভিজ্ঞতা আমাদের কাছে নতুন নয়, এর আগে সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল, মেয় দের ব্যানেটি ব্যাগ চুরির অভিযোগে। এই ক্রিয়েটিভ মানুষগুলোর কথায় বা বলছি কেন, এই মামলাবাজ ফ্যাসিবাদী শাসকের মামলা থেকে তো বিরোধী দলের মৃতু কর্মিরা ও রেহায় পাচ্ছে না, সেখানে জাফরুল্লাহরা যে এই রকম মামলা আর হামলার শিকার হবেন, এতে অবাক হবার কী আছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মারহাবা !!

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

আহমদ জসিম বলেছেন: জয়গুরু

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

ফেনা বলেছেন: ভাই আপনে মনে হয় জাত বোকা।
আমার "বলির পাঠা" কবিতার শেষ অংশটুকু দিলাম। পড়েন এবং বুঝেন।

"আগে আমরা ছিলাম বিদেশীদের উপনিবেশ;
আর এখন আমরা দেশী নেতাদের হরির লুটের জায়গায় গনিমতের মাল।

সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা-
এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?"

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

আহমদ জসিম বলেছেন: ঠিক আছে পড়বো, তবে বোকা কেন বলছেন?

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

বাকপ্রবাস বলেছেন: নিরবে দেখিয়া যাইব সার্কাস

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

আহমদ জসিম বলেছেন: কি চমতকার দেখা গেল, বজ্রপাতে মামলা হলো

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইনের শাসন বলে কথা...

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

আহমদ জসিম বলেছেন: ঠিক তাই

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩

ঢাবিয়ান বলেছেন: বজ্রপাতের শব্দকে নাকি বোমা হামলা বলে মামলা করা হয়েছে শুনলাম।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

আহমদ জসিম বলেছেন: পত্রিকায় তো তা দেখলাম

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোকদের মন মানসিকতা কোনো দিনও উন্নত হবে না?

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

আহমদ জসিম বলেছেন: এভাবে ভবিষ্যত বাণী করা ঠিক নয়

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: বজ্রপাতের শব্দকে নাকি বোমা হামলা বলে মামলা করা হয়েছে শুনলাম।


তাই নাকি? তাহলে গাড়ির টায়ার ফেটে গেলে যে বিকট আওয়াজ হয়, সেটাকে বোমা হামলা বলে পুলিশ ভাইয়েরা মামলা দিবে নিশ্চয়। ইয়া আল্লাহ! আমাদের রক্ষা করুন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

আহমদ জসিম বলেছেন: আপনে গাড়ির টায়ারের কথা বলছেন, আমি তো ভাবছি, বায়ুত্যাগের জন্য মামলা হয় কিনা!

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

সেতু আমিন বলেছেন: আপনি একটা/দুইটা গাছের ফল পেরেছিলেন। আর তার বিরুদ্ধে অভিযোগ ২০ একর জমির ফল, ‍পুকুরের মাছ চুরির।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

আহমদ জসিম বলেছেন: মামলা করতে চাইলে, এক দুটি গাছ, মুহূর্তের মধ্যে, দুই লক্ষ গাছ হয়ে যেতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.