![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে একদল লোক আসলো, আমার এলাকার নৌকার প্রার্থী বর্তমান এমপি আফসারুল আমিনের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য, এতে আশ্চার্য হবার কিছু নেই, তবে মজাটা পেলাম তখনেই, যখন দেখছি, সেই প্রচারণার মধ্যে স্থানিয় পরিচিত, বিএনপির কর্মিরাও যুক্ত হয়েছে।যে কোন দলের কর্মি বাহিনীই তো, তাদের প্রাণ শক্তি হয়, অথচ এই প্রাণেই কিনা কিছু টাকার জন্য নিজের অস্তিত্ব বিলিন করে দিচ্ছ! এই কর্মি বাহিনী দিয়ে সে গণআন্দোলন গড়ে তুলবে? সত্যি কথা বলতে কি, এই লুটেরা শাসকগোষ্ঠি, তাদের লুটপাটের রাজনীতির ফলে তাদের তৃণমূলের কর্মি বাহিনীর চরিত্র পর্যস্ত নষ্ট করে ফেলেছে, তাদের দিয়ে আর যায়ই হোক, কোন জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলা সম্বভ না।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
আহমদ জসিম বলেছেন: সত্যি কথা বলতে কি, এসব লুটেরা রাজনৈতিক দলের সব কর্মিরা আসলেই কাউয়্যা
২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
তারেক_মাহমুদ বলেছেন: বিম্পি পক্ষে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
মাহমুদুর রহমান বলেছেন: বিএনপির কার্যকলাপ ২০১৪ সাল থেকে এই পর্যন্ত কেবল হাস্যকর।এবং এর জন্য খালেদা জিয়া পুরোপুরি এবং তার নেতা কর্মীরা কমবেশি দায়ী।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: “Don’t Cry because it is over… Smile because it happened.”
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি কখনোই ক্যাডার বাহিনী বা কর্মী বাহিনী দিয়ে জিতে না। তারা জিতে নীরব ভোটারদের ব্যালট বিপ্লব দিয়ে...
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০
আহমদ জসিম বলেছেন: জিতার জন্য দরকার সমর্থ আর আন্দোলনের জন্য ক্যাডার বাহিনী
৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৬
জগতারন বলেছেন:
বিচার মানি তালগাছ আমার-এর সাথে আমি দ্বিমত করি।
তাহারা কিন্তু ষঢ়যন্ত্রের মাধ্যমেও জিতেযায়,
শুধুমাত্র ১৯৯১ সালের (হাসিনার ভুল করা বক্তব্য) ছাড়া।
৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
ইয়োডা বলেছেন: কি-বোর্ড হারিয়ে গেছিলো ?
১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
আহমদ জসিম বলেছেন: ভোল করে খুঁজে দেখেন
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
নীল আকাশ বলেছেন: ভাত ছিটালে কাকের অভাব হয় না...এরা কখনোই অরিজিনাল কর্মি না........খোঁজ নিয়ে দেখুন, এরা সুবিধাবাদী কর্মি। বিরিয়ানীর প্যাকেট যেখানে এরাও সেখানে...........
লেখা ভালো হয়েছে.........