নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

তাবলীগ জামাত সম্পর্কে পুরানা কথা নতুন ভাবে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

তাবলীগ জামাত সম্পর্কে ইতিপূর্বে আমি একটা পোস্ট দিয়েছিলাম সামুতে। যার শিরোনাম ছিল, তাবলীগ জামাত হতে সাবধান! আমার সে খেখার উদ্দেশ্য ছিল, তাবলীগের দার্শনীক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আমা সে পোস্টে বলতে চেয়ছি, আপাতদৃষ্টতে শান্ত ও অরাজনৈতিক মনে হলেও, তাবলীগ আসলে একটা গভীর ষড়যন্ত্রের ফসল। ঔপনিবেশক ভারতে তাবলীগ প্রতিষ্টা হয়েছিল, বৃট্রিশ শাসকের স্নেহ, ভালোবাসা আর পৃষ্ঠপোষকতা নিয়ে। যার উদ্দেশ্য ছিল, ইসলামের মধ্যে যে, একটা সংগ্রামি চেতনা আছে এবং রাজনৈতিক উদ্দেশ্য আছে সেটাকে ধ্বংস করে, একটা আচরন ও আনুষ্টানিকতা সম্পূর্ণ ধর্মে রূপান্তর করা। ইতিমধ্যে, তারা অবশ্যই বেশ সফলও হয়েছে। বিশ্বর বড় একটা মুসলমা কে তারা অরাজনৈতিক করনে বেশ সফল হয়েছে। এখন ধর্মপ্রাণ মুসলমানদের সামনে যে পবিত্র দায়ত্ব সামনে এলো তা হচ্ছে, তাবলীগের অভ্যন্তরে অর্থনীতিকে কেন্দ্র করে, যে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে, সেটা উপলব্ধি করা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

হাবিব বলেছেন: তাবলীগ সব জায়গায় সরকারের সহযোগীতা নিয়েই চলে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

আবু তালেব শেখ বলেছেন: নামাজজ,রোজা,যাকাত, সত্য বলা,মিথ্যা পরিহার করা, নবী (স) কে অনুসরন করা, সামর্থ্য থাকলে হজ্জ করা, পর উপকারী, ইত্যাদি মানলেই হল।
কোনো দল করা থেকে বিরত থাকায় সঠিক মনে করি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

আহমদ জসিম বলেছেন: ইসলাম দল ও দার্শনীক ব্যাপার, এসব বাদ দিয়ে যারা ইসলাম প্রচার করে তারা ইসলামের শত্রু

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

কানিজ রিনা বলেছেন: আমিতো ছোট কাল থেকে দেখি ওরা
নিজের পকেটের পয়সা খরচ করে মসজিদে
মসজিদে সফর করে মুসলিমদের নামাজের
জন্য আহব্বান করে। যদিও ওরা সুন্নতকে
বেশী প্রাধান্য দেয়। তথাপি ওদের উদ্দশ্য
সব সময় ভাল দেখেছি। টঙ্গির ইছতেমায়
বয়ান গুল শুনেছি হযরত মোহাঃ সাঃ জীবন
আদর্শর কথাই বেশী বলার চেষ্টা করেন।
এখন কথা হোল আধিপত্ব নিয়ে গোলমাল
হতে পারে যেমন ভাই ভাইএর আধিপত্ব্য
নিয়ে লাগে তাই বলে এখানে আজেবাজে
বলার প্রয়োজন নেই। পারলে সরকার পক্ষ
সমাধানে আশার পথ বাতলে দিতে পারে।
রক্তক্ষয়ী সংঘর্ষ দোশী ব্যাক্তির সায়েস্তা
করা উচিৎ বলেই মনে করি।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

আহমদ জসিম বলেছেন: আপাতো দৃষ্পিতে সহজ সরল ধর্ম প্রচারের ভেতরের উদ্দেশ্য বুঝা সকলে সক্ষম নয়।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ক্ষমতায় গেলে তাবলীগের এই পিকনিক বন্ধ করতাম। প্রত্যেক এলাকায় মসজিদ, মাদ্রাসা, মক্তব আছে। তাবলীগের পিকনিকের বন্ধুরা নতুন করে বিভিন্ন এলাকায় গিয়ে নতুন করে কী শেখায়?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

আহমদ জসিম বলেছেন: এটা বেশি কড়া হয়ে যায়

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

ঢাকার লোক বলেছেন: Click This Link

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

আহমদ জসিম বলেছেন: দেখেছি

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: ৪ নং মন্তব্যকারীর সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.