![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মরে গেছি। ঈশ্বর আমাকে নরকে পাঠানোর নির্দেশ দিলেন। আমি অনুনয় করে বললাম, এইটা কেমন বিচার। ঢাকায় আমি যে কষ্টের জীবন পার করে এসেছি তারপরও আমার স্বর্গে যাওয়ার সৌভাগ্য হবে না?
ঈশ্বর বললেন, ওরে গাধা বাংলাদেশে বাস করার পর তোর কাছে নরককেই স্বর্গ মনে হবে।
আমি দ্রুত ব্যাগ গুছিয়ে অপরাধী গান গাইতে গাইতে নরকের পথে হাঁটা শুরু করলাম।
পেছন থেকে ঈশ্বর বললেন, হেঁটে যাচ্ছিস কেনো, বাস আছে তো! আমি কইলাম, দরকার নাই। বাংলাদেশে বাস করার পর আমার কাছে বাস ড্রাইভারদের জল্লাদ মনে হয়।
এই কথা শুইনা বাসের ভেতর থেকে কে জানি হো হো করে হাসা শুরু করলো। আমি উঁকি দিয়ে দেখি ড্রাইভার সাহেব হাসতেছে। ঈশ্বর কইলেন, 'ওর হাসিটাই হইলো মুশকিল।'
আমার লোকটারে চেনা চেনা মনে হইলো। এমন মোছওয়ালা লোক কই জানি দেখছিলাম।
২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭
বাকপ্রবাস বলেছেন:
৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬
করুণাধারা বলেছেন: দারুন।
অতি চমৎকার। যেই দেশে এমন ড্রাইভার থাকে সেই দেশে কেউ বাঁচবে না।
খুবই ভালো লাগলো পড়ে।++++++
৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশ মজার স্যাটায়ার ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: শাজাহান খান একটা অশ্লীল গালির নাম