![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারেনা, ও বন্ধু...
শাহবাগ আন্দোলন কে দেশের স্বার্থে কাজে লাগানোর সুযোগ হারিয়েছি আমরা। এই আন্দোলন দিয়ে সব দল কে, দল বা বেক্তি স্বার্থের বাহিরে নিয়ে জনগনের চূড়ান্ত বিজয়ের পথ দেখানো যেত। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাতে বেরথ হয়েছে শাহবাগ! আন্দোলন এর মুখপাত্র কে হতে হয় তেজস্বী ও বেক্তিত্তময়, শাহবাগ তা পূরণ এ বেরথ। এটা আমার উপলব্ধি।
যুদ্ধ অপরাধির ফাঁসি হোক এটা আমারও দাবি তবে দেশ যেন অন্ধকারে ডুবে না যায়। সরকার কর্তৃক হাইজ্যাক হওয়া আন্দোলন দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।
দেশের স্বার্থে আমি কোন দলকে সাপোর্ট করতে পারিনা। শাহবাগ আন্দোলন এর প্রথমদিকে ভেবেছি
এখান থেকেই দেশের রাজনীতি আর রাজনীতিবিদদের সঠিক পরিবর্তন এর শুরু হবে। আর আজ আছি গভীর আশঙ্কায়, কোনদিকে যাচ্ছে দেশ?
২| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২০
খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: আপনার সাথে অনেকটাই একমত । শাহবাগ এখন আওয়ামী লীগের পকেটে । সরকার যা চায় সেভাবেই চলবে এই আন্দোলন । যারা এর পুরোভাগে তারা সরকারের জন্য অস্বস্তিকর কিছু কখনই করবে না ।
৩| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২২
একটু ছোঁয়া বলেছেন: একটা জিনিষ খুব অবাক লাগে !! যখন দেখি "রাজাকার"এর তালিকায় মাত্র ৪/৫ জনের ছবি। তিরিশ লক্ষ শহীদ আর দশ লক্ষ মা-বোনের ঈজ্জত হারানোর জন্য পিছনে এই মাত্র ৪/৫ জন রাজাকার ছিল !!
৪| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
বাহলুল আহসান বলেছেন: আমি বিপ্লবী নই । তবে শাহবাগ আমায় সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্নটা ম্লাণ হয়ে গেছে।
৫| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
আবুল খায়ের বলেছেন: বাহলুল আহসান বলেছেন: আমি বিপ্লবী নই । তবে শাহবাগ আমায় সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্নটা ম্লাণ হয়ে গেছে।
৬| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
অজানাবন্ধু বলেছেন: আমি আশাবাদী, শাহবাগ নিয়ে নিরাশ হওয়ার মত সময় এখনও আসেনি। আশা করছি আসবেও না। যদি বড় ধরনের কোন দর্বলতা আপনাদের চোখে পরে থাকে তবে আসুন না শাহাবাগে সেই দর্বুলতা কাটিয়ে দিতে।
আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে।
জয় আমাদের হবেই ইনশাল্লাহ।
জয় বাংলা।
৭| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
রাজীব দে সরকার বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না -
শাহবাগে না গিয়ে ঘরে বসে বসে এসব ভাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সবাইকে দিয়ে বিপ্লব হয়না ভাই - আপনাকে দিয়েও সম্ভব না - দুঃখিত
নায়করাজ বলেছেন: আপনার মতো সংশয়বাদীদের দিয়ে অবশ্য বিপ্লব সম্ভব নয়।
সহমত
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
নায়করাজ বলেছেন: আপনার মতো সংশয়বাদীদের দিয়ে অবশ্য বিপ্লব সম্ভব নয়।