![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না। -নির্মলেন্দু গুণ। থাকি রাজশাহীতে। ফেসবুক: www.facebook.com/ajom4u
কষ্টরঙ
আজম মাহমুদ
এপাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটি
একটা কুচকুচে কালো পালসারের প্রেমে পড়ে যায়।
বড় যত্নে ঢেকে রাখা সবুজ কচিপাতারা প্রকাশ্যে হেসে উঠে এই প্রথম।
লজ্জার লাল আবরণ উড়ে যায় তেজী গাড়ীর হাওয়ায়।
যুবতীশরীর কেঁপে জ্বর আসে- লালজ্বর, নীলজ্বর
পালসার যুবক মন বোঝে না, একাগ্রচিত্তে পড়ে চলে শরীর।
পদ্মা-যমুনার কিনার ঘেঁসে বয়ে যায় ঢেউ
রূপালী ইলিশের চকচকে পেটে ডিম আসে মৌসুমী হাওয়ায়।
ব্যবসাসফল বনিক ফিরে যায় সময় বুঝে-
পালসারের টিউবলেস চাকায় পিষ্ট হয়
এপাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটির প্রেম।
২.
এপাড়ার ছেলেটি ভালো গান গায়।
রাত জেগে বুদ্ধদেব গুহ’র নায়কেরা অবিরত কষ্ট ছড়ায়
যুবকের বুকে। ঐবুক ছাড়া ছেলেটির আর কিছু নেই।
ওর চোখের সামনে কৃষ্ণচূড়ায় প্রথম ধরেছিলো রঙ,
প্রথম ঝর্ণার জলপতনের শব্দ শুনেছিলো সুন্দরী চন্দনবৃক্ষের।
আর কিছু পাওয়া হয়নি যুবকের-
মাঝে মাঝে শুধু তেজী পালসারের পেট্রোল পোড়া গন্ধ এসেছিলো
এই বসন্তের নির্মল বাতাসকে বিষাক্ত করে দিতে দিতে।
৩১.০৩.২০১৩
©somewhere in net ltd.