নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর এতো হাসি আসে কোথা থেকে...!

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৬

আমরা বিদেশের কোন শোক কিংবা প্রতিবাদ মিছিলগুলো যখন দেখি তখন স্লোগানে তাদের চোখে মুখে একটা শোখের ছায়া এবং কঠোরতার প্রতিচ্ছবি দেখতে পাই। ঐ দেশের ভাষা না জানলেও ভিডিও ক্লিপস দেখেই বুঝতে পারি- ওরা নির্যাতনের প্রতিবাদ কিংবা শোকের বহিপ্রকাশ করছে সেইসব মিছিলে।

কিন্তু এই ছবিটা বাংলাদেশের ক্ষেত্রে ভিন্নরকম দেখি। সাভারের এতো বড় ট্যাজেডির পর শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে এবং বিভিন্ন গার্মেন্টসের সামনে মিছিল করার সময় দুই হাতে সমানে তালি বাজিয়েছে। হাসি হাসি মুখে তাদের মিছিল করতে দেখা গেছে। হরতালের সময়ও মিছিলে এবং কোন গাড়ী ভাংচুর করার সময়ও এই দেশের পিকেটারদের মুখে ব্যাপক হাসি ও নাচানাচি করতে দেখা যায়। আমাদের দেশের ভাষা জানে না এই রকম কোন মানুষ এই ভিডিও ক্লিপসগুলো দেখে হয়তো ভাববে এটা কোন উৎসব পালন করছে। বাঙ্গালীর এতো হাসি আসে কোথা থেকে...!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:১৯

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: :|| ল্যাক অব ব্যাসিক আউকিউ।

০১ লা মে, ২০১৩ দুপুর ১:২০

আজম মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:৩৫

সরকার আলী বলেছেন: হাসি-কান্নায় জর্জরিত তো তাই/:)

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩১

আজম মাহমুদ বলেছেন: হয়তো তাই।

৩| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:১৫

মোঃ আব্দুস সালাম বলেছেন: আমাদের হাসার তেমন কোন উপলক্ষ্য নাইতো তাই সবসময়ই হাসি। আশাকরি বুঝতে পেরেছেন।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৩২

আজম মাহমুদ বলেছেন: বুঝতে পারলাম আপনার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.