নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আজ আমার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮



উপস্থিত সবাই আসুন, ওর স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে মৃতআত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করি। আজ ওর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আসলে ওটা ছিলো একটা সম্পর্ক, আজ তার চিরঅবসান স্মরণ করার দিন। দুই বছর প্রেম করে নিরুদ্দেশে গিয়ে আমাদের শুভপরিণয় হয়েছিলো। আর সেই সম্পর্ক দেড়মাস পরম সুখে পথচলার পর নিজভূমে ফিরে আসার পর দুইপক্ষের অভিভাবকের বিরূপ মনোভাব, প্রেমহীন সমাজের চাপ ও অদৃষ্টের লিখনীর বলে চিরদিনের জন্য থেমে যায় গত ২০ ডিসেম্বর ২০১১তে এসে। যার জন্য সকল ভালোলাগার অনুভূতিগুলোর জন্ম হয়েছিলো, ভালোবাসার সংগা শিখেছিলাম যার কাছে, জীবনকে মূল্যবান মনে হয়েছিলো যার পরশে গত বছরের আজকের এই দিন সন্ধ্যায় আমাদের পরিণয়ের ডিভোর্স হয়ে যায়। এটা ইতিহাস হবার মতো কোন ঘটনা নয়, কিন্তু এ ইতিহাস আমার যাপিত জীবনের, আমার প্রেমের। হয়তো চিররাত্রির এই সাতকাহন বয়ে নিয়ে যাবো পৃথিবীরও ওপারে। কারণ সে আমার ধক ধক করা বুকের স্পন্দন ছিলো। শুনতে পাই সে এখন ভালো আছে। ভালো থাকুক। আমি বেঁচে আছি শুধু এই আশায়- কুড়ি কিংবা ত্রিশ কিংবা চল্লিশ অথবা শেষ যাত্রার আগে শুধু একবার তার সাথে দেখা হবে, কথা হবে এই আশায়...।



(পুনশ্চঃ যাকে বলে প্রেম, সেটা আমার জীবনে একটাই। যার জন্য আমৃত্যু বিবাগীমন ওর কথা বলতে গেলে কেমন যেন আবেগে-আবেশে ছেয়ে যায় মন। আমি সব সময় ব্লগের বন্ধুদের সবাইকে পরম আত্মীয় ভাবি। সুখে-দুখে সব কথা বলতে ভালোবাসি এই বন্ধুদেরই। আর তাই এভাবেই আবেগাপ্লুত হয়ে লিখে ফেললাম জীবনের বিরহকথন। কবির জীবনচিত্রও তো এক একটা কবিতা। মহানুভব বন্ধুদের ক্ষমা নিশ্চয় আমাকে নিরাশ করবে না। ভালো থাকা হয় যেন সবার। একটু বেশি উৎসুক বন্ধুদের জন্য আমার লেখা ব্লগের দুইটি লিংক শেয়ার করলাম, যার একটি সেই বছর ডিভোর্স হয়ে যাওয়ার কিছুক্ষণ পর লেখা। আর একটি কথা- সেদিন ডিভোর্স হয়ে যাওয়ার ২০ মিনিট পর সামুতে নিচের লিংকের এই পোষ্ট দিই। সেদিন পরম বন্ধুর মতো যেসকল ব্লগার বন্ধুরা পাশে দাঁড়িয়েছিলেন, সাহস ও শান্তনা দিয়ে ছিলেন তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা সেদিন এভাবে আমার পাশে না দাঁড়ালে আমার কি হতো, আমি জানি না।



বিশ মিনিট হলো ডিভোর্স হয়ে গেলো আমার সাধের বিয়ের...



আজ আমার...





এই পোষ্টে আজ আবার লিখছি: দুই বছর পর আজও তার প্রতি আমার ভালোবাসা, প্রেম, আগ্রহ একবিন্দুও কমে যায়নি। আজও তাকে তেমনই ভালোবাসি। এই দীর্ঘ সময়ের ভেতর তাকে মাত্র তিন বার দেখেছি। ওর পক্ষের কোন সাড়া পাইনি, হয়তো পাবোও না কোন দিন। তবু মন আশায় বেঁধেছে ঘর, যদি কোন দিন তার ভুল ভাঙ্গে। এভাবেই নষ্ট জীবন কষ্টে কষ্টে কেটে যাচ্ছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.