নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলার ইবই ডট কম (www.banglar-eboi.com) আগামী ২১ ফেব্রুয়ারী এক বছরে পদার্পণ করতে যাচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বাংলার ইবই ডট কম (http://www.banglar-eboi.com) আগামী ২১ ফেব্রুয়ারী এক বছরে পদার্পণ করতে যাচ্ছে। গত ২০১৩‘তে এই প্রতিষ্ঠানটি কবি লেখকদের ইবুক প্রকাশনার মাধ্যমে বর্তমান ডিজিটাল যুগের স্বাক্ষী হিসেবে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনে পঠনযোগ্য বই প্রকাশ করা শুরু করে। এরপর থেকে আমরা প্রিয় কবি, লেখক ও সম্মানিত পাঠকবৃন্দের আগ্রহ ও উৎসাহে আনন্দিত ও অভিভূত। এপর্যন্ত বাংলার ইবই’তে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩২টি। প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বেশ কিছু বই প্রক্রিয়াধীন রয়েছে, যেগুলো আগামী ২১ ফেব্রুয়ারীতে বাংলার ইবই-এর ওয়েব পেইজ আলোকিত করবে। আমরা নিজেরাসহ এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় লিখিয়ে বন্ধুরা সবাই একমত পোষণ করেছেন যে, বর্তমান অন্তর্জালের যুগে ইবুক এবং ইবুক প্রকাশনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারের বইমেলায় যাঁদের বই প্রকাশিত হবে তাঁদের অগ্রীম অভিনন্দন ও শুভকামনা, সেই সাথে আমরা এও আশাকরবো কাগুজে বই-এর পাশাপাশি একটি ইবুক প্রকাশনার ব্যাপারে চিন্তা ভাবনা করতে।



সম্মানীত কবি, লেখক ও পাঠকবৃন্দ যাঁরা বাংলার ইবই-এর পাশে থেকে আমাদের পথচলায় অনুপ্রেরণা যুগিয়েছেন তাঁদের সবাইকে জানাই অকৃত্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকুন সবাই। শুভ হোক সবার দিন-রাত্রি।

ক্লিক করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.