| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজয় জয়
আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।
কোথায় আছে মৃত্যুকুপ
অজয়
আজ আমি জীবন নয় জীবন এখন মৃত্যুর হাতে
তাই এই মধ্যরাতেও মৃত্যুর গায়ে হাত বুলাই
তাই ভয় নেই আমি যে আমার নয়
প্রতিদিনিই সময়ের হাত দরে ছুটে চলি
কারো না কারো জন্যে
আমাকে ব্যবহার করে অনেকেই সুখী
সেই সুখগুলো কারো কাছে শ্রাবণহীন কান্নাও হয়ে যায়
সময়ের এই দীর্ঘ সৃতির ক্যানভাসে ।
একটি কালো দিনই যথেষ্ট নয়
এই গন হত্যার জন্যে
পিছিয়ে পরছে এই দেশ যাদের রক্ত , ঘামে এই আঙ্গুল ফুলে কলাগাছ লোকগুলো তারাই করছে অসহায় মানুষগুলোকে নিঃশেষ
এই রাজনৈতিক মানুষগুলোর মস্তকে এখন ফরমালিন
মঞ্চের লেকচারে কমন কথা
মানুষ কাকে বলব বিশ্বাস করে আর কত ভোট নামে চাঁদ মামার কপালে টিপ পরাব
বিশ্বাস আর বাস্তবতার চুড়ায় দারিয়ে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে
আমার দেশটা কার্বনডাই অক্সাইড হয়ে গিয়েছে
নিঃশ্বাসে ভীষণ কষ্ট হচ্ছে ।
২|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
অজয় জয় বলেছেন: কি কোরবো কিছুই বুজতে পারচ্ছিনা আক নিংড়ানো কষ্ট নিয়ে গুমাচ্ছি খাচ্ছি .।.।.।.।শুধু বেঁচে থাকব বলে আর স্বপ্ন গুলো কংক্রিটে মিশে যাবে
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
অনীনদিতা বলেছেন: সত্যি ভীষণ কষ্ট হচ্ছে ...