| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজয় জয়
আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।
ক্ষুধার্ত দুপুর
এ এমন সময়ের দরজায় পৌঁছেছি
যেখানে রোজ কড়া নাড়তে হয় কষ্টের
যেখানে রোজ কষ্টের পেয়ালায় চুমুক দিতে হয়
এক ক্ষুধার্ত ভালোবাসা নিয়ে জেনেছি
ভালোবাসার নতুন সংজ্ঞা ।
জেনেছি এক ক্লান্ত দুপুরে কত দূর যাওয়া যায়
এই হাতে হাত রেখে
আজ অবধি অধীর প্রতীক্ষায় ছিলাম
ফিরে আসবে গহীন ভালোবাসার অহবানে।
ফিরে আসবে এই ভেবে এক মুহূর্ত ভালো লাগা
যদি এই অবেলায় এতটুকু মনে করিয়ে দেয়
ফেলে আসা দিন , ফেলা আসা সেই গৌদুলি ।
ক্ষুধার্ত ভালোবাসার গুরুত্ব নাই বুজলে
আজ প্রশ্নের তীর ছুরে চলে গেলে
রক্তাক্ত উত্তর জীবনটাই মৃত্যু ।
প্রতিযোগিতায় এই সময়ে টিকে থাকাটাই প্রধান
আর তুমি তা পারবেই
হারতে কেউ চায় না হেরে যায় ।
হেরে যাওয়া কষ্টের নিঃশ্বাস ঐ শরীর ছুয়ে গেছে
প্রতিশোধ সবাই নিতে চায় তুমিও নিবে
কেউ ওত পেতে আছে এই রক্তে তোমার
পিপাসা মেটাবে আধিম উল্লাসে ।
খেয়ালী সময় গুলোকে হাজার সালাম
এক ভালো লাগা অধ্যায় আমাকে ছুয়েছে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ রাত ১২:০১
অজয় জয় বলেছেন: কেন ামারা পারি না যে যার অবস্থান থেকে আমাদের ভুল গুলোর বিচার করতে