| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজয় জয়
আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।
গন্ধের গন্ধ প্রতিটা মুহূর্ত ছুঁয়ে যায় উল্লাসে
কবে থেকে গর্ব আমাকে আঁকড়ে ধরেছে,
তা ঠিক জানা নেই ।
তবে সেই আঁতুড় ঘরে গর্ব আমাকে
অমূল্য অমৃত প্রান করিয়ে ভালবেসে বেঁধেছে হৃদয়ে ।
একটি ছোট্ট শব্দে খুঁজে পাই নিজের পৃথিবী
বাংলা ভাষায় আমার মা।
মায়ের এক একটি ভাষা আমার দিক নির্দেশক
মায়ের এক একটি ভাষা শিখি ভালোবেসে।
তাই ভালোবাসা জন্ম নিয়েছে হৃদয়ে,
তখন এক একটি অক্ষর শব্দ হয়ে
সূর তোলে হৃদয়ে, মা তোমাকে ভালোবাসি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
অজয় জয় বলেছেন: সোহেলী আপু কেমন আছেন ? আমার লেখায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ । আসলে আমি এক সমস্যায় আছি তাই কোন মন্তব্য করতে পারিনি/এখন পারবো না .
২|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
মাধব বলেছেন: মা কে ভালোবাসি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
অজয় জয় বলেছেন: ধন্যবাদ
৩|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪১
বাংলার ফেসবুক বলেছেন: সূর তোলে হৃদয়ে, মা তোমাকে ভালোবাসি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
অজয় জয় বলেছেন: ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২
সায়েদা সোহেলী বলেছেন: আপনি ত অনেক ভালো লিখেন !!! কিন্তু কোন কমেন্ট নেই কেন !???!!!!!!!