নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

সব কিছু মিথ্যে

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

আমি ঘুমাতে চাই ঐ দিগন্তের প্রান্তে
বহু কষ্টের সীমা; দিগন্তের সীমানায় মিশানো মায়ায়
জীবনের সব কিছু ছেড়ে যেতে চাই
তবু কেন আটকে রাখ আমায় মিথ্যে মায়ায়
আমি তো চলে যেতে চাই।

পাজরের নিচে জমে থাকা সব পচাঁ আবেশি গন্ধ
বের করে নিয়ে আসে; শরীরের ভিতর বেচেঁ থাকা দম।
তাই ভিশন ঘুম আসে বার বার দিগন্তের সীমানা দেখে
কষ্টকে পুঁজি করে মিথ্যে অহমিকায় বেচেঁ থাকা কেন আর।

সব কিছু মিথ্যে; বেচেঁ থাকা মিথ্যের ঢাল
আমি দেখেছি আমাকে, আমার চার পাশে মিথ্যের বিছানো জাল
হবে হবে করে সব চলে যায় মিথ্যের আচঁলে
আমি তো মিথ্যে মায়া মোহের পাতা ফাঁদে পড়া শিকার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২১

কাইকর বলেছেন: বাহ.....খুব ভাল লিখেছেন

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব কাইকর।

২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

রোকনুজ্জামান খান বলেছেন: (((((((আমার বল্গে ঘুরে আসার অনুরোধ রইলো।)))))))))

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

ফেনা বলেছেন: হুম।

৩| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সনেট কবি বলেছেন: ভাল লাগলো

৩০ শে মে, ২০১৮ রাত ৮:১৫

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় গুরুজন।

৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০২

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।

৫| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি চমৎকার আপনার লেখা!!!
শুভেচ্ছা নিবেন

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.