নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ললাট বিহীন সমাজ

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

সাধ আর চায় না ছায়া
বলব এক দেশের কথা,
সমাজ যেখানে টানে প্রতিদিন-
যাচ্ছি মোরা অন্ধকার কুপগহীন।

নারীর কথা আর কইব কি ছা-তা
হচ্ছে তারা; তাদের জন্য লাঞ্ছিতা।
সমাজ যেখানে টানে প্রতিদিন-
নারীরা হচ্ছে কাপড়ে সৌখিন।

চায় যে তারা ছোট খাট জামা
গরম তো আর সয়-না।
সমাজ এখানে টানে প্রতিদিন-
তারা পড়ে যেন নেট আর পলিথিন।

বলতে গেলে ভাল কথা-
সমাজ তো বলে প্রতিদিন
আমি এক ললাট বিহীন।

কষ্টে যে কইব কথা
মুখে দেয় কিল গুতা,
সমাজ যেখানে টানে প্রতিদিন-
আমার মুখেতে কুলুপ গুজিতে
সর্বজন থাকেন বিরামহীন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ললাট বিহীন সমাজ কিন্তু আমাদের অসচেতনতা ফল।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

ফেনা বলেছেন: জি আমিও তাই মনে করি।

ধন্যবাদ লেখা পড়ার জন্য।

২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: সামাজিক কবিতা।
সমাজের কিছু বিষয়ের প্রতিফলন।
+++

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

স্বচ্ছ দর্পন বলেছেন: সমাজের সকল কাজ আমাদের নিজেদের দ্বারা সংঘটিত। আমরা নিজেরা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি।
কবিতাটা ভালো ছিলো ।
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
অথচ আমি,,, - স্বচ্ছ দর্পন ধন্যবাদ

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার চিন্তার সথে আমি সহ মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.