নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
সাধ আর চায় না ছায়া
বলব এক দেশের কথা,
সমাজ যেখানে টানে প্রতিদিন-
যাচ্ছি মোরা অন্ধকার কুপগহীন।
নারীর কথা আর কইব কি ছা-তা
হচ্ছে তারা; তাদের জন্য লাঞ্ছিতা।
সমাজ যেখানে টানে প্রতিদিন-
নারীরা হচ্ছে কাপড়ে সৌখিন।
চায় যে তারা ছোট খাট জামা
গরম তো আর সয়-না।
সমাজ এখানে টানে প্রতিদিন-
তারা পড়ে যেন নেট আর পলিথিন।
বলতে গেলে ভাল কথা-
সমাজ তো বলে প্রতিদিন
আমি এক ললাট বিহীন।
কষ্টে যে কইব কথা
মুখে দেয় কিল গুতা,
সমাজ যেখানে টানে প্রতিদিন-
আমার মুখেতে কুলুপ গুজিতে
সর্বজন থাকেন বিরামহীন।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪
ফেনা বলেছেন: জি আমিও তাই মনে করি।
ধন্যবাদ লেখা পড়ার জন্য।
২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: সামাজিক কবিতা।
সমাজের কিছু বিষয়ের প্রতিফলন।
+++
৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
৪| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪
স্বচ্ছ দর্পন বলেছেন: সমাজের সকল কাজ আমাদের নিজেদের দ্বারা সংঘটিত। আমরা নিজেরা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারি।
কবিতাটা ভালো ছিলো ।
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
অথচ আমি,,, - স্বচ্ছ দর্পন ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার চিন্তার সথে আমি সহ মত।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:১২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ললাট বিহীন সমাজ কিন্তু আমাদের অসচেতনতা ফল।