নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

বলির পাঠা

০২ রা জুন, ২০১৮ দুপুর ২:২৯

পাক-হানাদের হাত থেকে স্বাধীন হয়েও
স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে আজো হাজারো অশায় মানুষ.

তারা হায়েনার মত; সু-দর্শন যাদুকর

কথা সাহিত্যের রসালো কথায় মন্ত্র মুগ্ধ করে রক্ত চোষার মত
চুষে নিচ্ছে আম-জনতার হিমোগ্লোবিন যুক্ত লাল রক্ত।
একটা দিনের চব্বিশটা ঘন্টার মাঝে; একটা ঘন্টাকে অবসর দিতে রাজি নয় তারা।
প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে চায়- আত্মসাৎ, খুন, দখল আর-
ধর্ষণের পসরা সাজানো দোকানী হয়ে।

আগে আমরা ছিলাম বিদেশীদের উপনিবেশ;
আর এখন আমরা দেশী নেতাদের হরির লুটের জায়গায় গনিমতের মাল।

সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা-
এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০৪

সনেট কবি বলেছেন: এখন দেশী উপনিবেশ। তবু দেশী বলে কথা।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ঠিকই লিখেছেন।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৪৩

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিলেন না?

০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৪৭

ফেনা বলেছেন: সত্যি বলতে কি আমি বেশ কয়েকবার মন্তব্যের উত্তর দিয়ছি কিন্তু আমার নেট কানেকশানের সমস্যা থাকার কারণে পোষ্ট হচছিল না।
বিলম্ব হওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.