নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
পাক-হানাদের হাত থেকে স্বাধীন হয়েও
স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে আজো হাজারো অশায় মানুষ.
তারা হায়েনার মত; সু-দর্শন যাদুকর
কথা সাহিত্যের রসালো কথায় মন্ত্র মুগ্ধ করে রক্ত চোষার মত
চুষে নিচ্ছে আম-জনতার হিমোগ্লোবিন যুক্ত লাল রক্ত।
একটা দিনের চব্বিশটা ঘন্টার মাঝে; একটা ঘন্টাকে অবসর দিতে রাজি নয় তারা।
প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে চায়- আত্মসাৎ, খুন, দখল আর-
ধর্ষণের পসরা সাজানো দোকানী হয়ে।
আগে আমরা ছিলাম বিদেশীদের উপনিবেশ;
আর এখন আমরা দেশী নেতাদের হরির লুটের জায়গায় গনিমতের মাল।
সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা-
এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: ঠিকই লিখেছেন।
০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৪৩
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিলেন না?
০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৪৭
ফেনা বলেছেন: সত্যি বলতে কি আমি বেশ কয়েকবার মন্তব্যের উত্তর দিয়ছি কিন্তু আমার নেট কানেকশানের সমস্যা থাকার কারণে পোষ্ট হচছিল না।
বিলম্ব হওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০৪
সনেট কবি বলেছেন: এখন দেশী উপনিবেশ। তবু দেশী বলে কথা।