নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ভালবাসি শব্দটা তুমি-
অনেক সহজেই বলতে পার,
আমি পারি না।
কেন জান?
তুমি তোমার সারা জীবনের কষ্টগুলোকে-
নিংড়ে রেখেছ;
না হয়-
তোমার কোন কষ্ট নেই।
আর --
আমার প্রতিটা মূহূর্তেই তৈরী হয়
নতুন নতুন কষ্ট।
সেগুলু আবার নিংড়ানো নয়।
আমার সারাটা দেহ-মন জুড়ে ছড়ানো;
ছড়ানো আমার প্রতিটা রক্ত-কনিকায়।
তাই-
বলতে পারিনা তোমাকে ভালবাসি।
ভালবাসাটা তোমার কাছে ছেলে খেলা হতে পারে
আমার কাছে নয়।
ওটা অনেক ভারী;
হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি।
অনেক না পাওয়ার মাঝে
আমি আরেকটা হারানোর কষ্ট
সহ্য করতে পারব না।
এত এত কষ্টের বোঝার মাঝে
আমি আরেকটা কষ্টের বোঝা;
বয়তে পারবনা বলেই-
ভালবাসি শব্দটা শুনলে-
ভয় পায়।
লুকিয়ে রাখি নিজেকে নিজের থেকে।
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৩
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
২| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭
সনেট কবি বলেছেন: কিছু ভাষাগত সমস্যা রয়েছে।
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
একটু দেখিয়ে দিলে ভাল হত।
৩| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২
রোকনুজ্জামান খান বলেছেন:
আমার নতুন গল্প।
"""ট্রিপল ফিল্টার টেস্ট""""
লিংক
http://www.somewhereinblog.net/mobile/blog/rkrokon143/30243044
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৩
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জি, সময় করে একবার ঘুরে আসব।
৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৬
ফেনা বলেছেন: পড়ার জন্যধন্যবাদ।
পরবর্তিতে ভাল করার চেষ্টা করব।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
নাজিম সৌরভ বলেছেন: