নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফেনার বিচ্ছিন্ন কাব্য - ২

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:০২


সত্যের কোন মিথ্যে নাই,
মিথ্যেরও কোন মিথ্যা নাই।
তাহলে পৃথিবীতে-
সত্য আর মিথ্যে বলতে কিছু নাই।

কত রজনী বিনিদ্র আমি
অমূলক জাগ্রত স্বপ্নে বিভোর।
মিথ্যের রশি ধরে সাঁজায়
বিলাসী বাসর।

আমি আজ ক্লান্তির সফেদ দেয়াল
মৃত্যু মৃত্যু গন্ধ ভাসে আবছা ঘুম ঘুম চোখে,
স্বপ্ন ভেঙ্গে জেগে দেখি- পড়ে আছি দেয়াল ঘেঁষে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:১৮

মীর সাজ্জাদ বলেছেন: পুরো লেখাটাই যেন একটা অভিমান।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০

ফেনা বলেছেন: জীবনের আরেকটা অর্থ যে অভিমান ......

২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য ঙ

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৬

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে লাবণ্য আপু।

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০৮

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপোনাকে অনেক ধন্যবাদ।

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।
হতাশাগ্রস্ত আর বিষাদ।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
হতাশাগ্রস্ত আর বিষাদ হল জীবনের পরিপূরক বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.