নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
৭
আমি অন্ধকারে পরে আছি আজ অনেকটা বছর
তাই কোন জানালা পেলে উকিঁ দিয়ে থাকি একটু আলো দেখার আশায়।
আমি তো নষ্ট আবেগের বীভৎস পুরুষ
শুধু খেয়ালী মনের পিশাচীয় কামনার পূঁজারী।
৮
আমি খায়েশি মনের নীড় হারা জীবন
নগ্ন পায়ে আমি পাগল
তোমার হাত ধরে কী আশ্চর্য এক ঔষধ পেলাম
তুমি কি আমার প্রিয়শী-
বাগানের বাছাই করা ফুল?
২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১
ফেনা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮
লাবণ্য ২ বলেছেন: অসাধারণ কাব্য!
২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
ফেনা বলেছেন: ধন্যবাদ আপু।
কেমন আছেন?
৩| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।
২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৮
Sujon Mahmud বলেছেন: মুগ্ধকার সৃষ্টি