নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
এ ভাবে আমাকে- যেও না ভুলে
তোমাকে ছাড়া-
এ প্রানের হবে না বাচাঁ
হয়ত থাকবে; দেহে প্রান
তুমিহীনা-
যেমনটা থাকেগো সুখি-
বৃক্ষ দাড়াঁয়া।
এ ভাবে আমাকে- যেও না ভুলে
তোমাকে ছাড়া-
এ প্রানের হবে না বাচাঁ
মনের আয়নাতে চেয়ে দেখ
আমি ত আমি নয় তোমাকে ছাড়া
যদি কভু জানতে গো তুমি
আমার আমিতে তুমি কতটা-
তবে-
তুমি কখনোই,
পাড়তে না থাকতে আমাকে ছাড়া
আমি যে ভালবেসেছি তোমায়-
মনেরও দরজা জানালা খুলে
প্রান দিয়েছি তোমার নিঃশ্বাসেরও সুরে
তুমি যে আমার মনেরও তুলসী
হ্রদয়ের চালতা ফুলে
এ ভাবে আমাকে- যেও না ভুলে
তোমাকে ছাড়া-
এ প্রানের হবে না বাচাঁ ।
উতসর্গঃ প্রিয় কুলসুম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
এ.এস বাশার বলেছেন: কবিতায় মুগ্ধতা.........
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
ফেনা বলেছেন: উতসাহ মুলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: শেষটা চমৎকার।+
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: চারপাশে মানুষ আছে কি নেই, এটার উপর একাকীত্ব নির্ভর করে না। নির্ভর করে সম্পর্কের অবস্থার উপর। এটা ভিন দেশের কোনো শহরে গেলে বেশি টের পাবেন।
লাখো মানুষের মাঝখানে আপনি, একা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
ফেনা বলেছেন: ভাই আমি প্রবাসী একজন মানুষ। আমরা প্রায় নয় হাজার বাংগালী একসাথে থাকি। তারপরও প্রচন্ড একাকীত্তের অনুভব নিয়ে প্রতিটা মুহুর্ত কাটায়। মাঝে মাঝে একেকটা সেকেন্ডকে একেকটা বরষকাল মনে হয়।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
রাকু হাসান বলেছেন: আহ কি সে আকুতি । প্রেমময় হোক পৃথিবী । +
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: তাকে সুযোগ দিচ্ছেন কেনো ? আপনি তাকে ভুলে যান ঝামেরা শেষ ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
ফেনা বলেছেন: হা হা হা ....... ভাল বলেছেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর অনুভব।