নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

কে বলে নাইরে খোদা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬


কে বলে নাইরে খোদা,
দেখ চেয়ে খোদা;
তোর অন্তরে-
রহিয়াছে চিরিন্তন।

খোদা চিনিতে
আদম চিন-
চইলনা তার সংগমে।

আদম বীনে খোদা;
আমি চিনিব কেমনে??

কে বলে নাইরে খোদা
খোদা তোর অন্তরে-
করিতেছে বিচরণ।

আদম বীনে পাবে না খোদা
যতই কর রোনা দোনা।
আদমে আল্লাহ করে বাস-
প্রতি “ক্ষণে” করিতেছে-
বিচরণ।

কে বলে নাইরে খোদা-
খোদা তোর অন্তরে-
করিতেছে বিচরণ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

ফেনা বলেছেন: ধন্যবাদ।
ভাল এবং সুস্ত থাকবেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
ভাল থাকবেন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ঢাকার লোক বলেছেন: কবিতা খারাপ না, তবে এখানে আকিদাগত সমস্যা আছে ! কেউ কেউ মনে করেন "আল্লাহ সর্বত্র বিরাজমান" বা "আল্লাহ প্রতিটা মুমিনের অন্তরে বিরাজমান", অন্য কথায় "যত কল্লা তত আল্লাহ " ! এসব সম্পূর্ণ ইসলাম বিরোধী আকিদা ! আল্লাহ একজন এবং তিনি তার বিশেষ আরশে আছেন, কোরানের একাধিক আয়াতে স্বয়ং আল্লাহ পাক একথা বলেছেন। " নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরী করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পাবে না তবে তাঁর অনুমতি ছাড়া ইনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তোমরা কি কিছুই চিন্তা কর না ? " (১০:৩)
আল্লাহ যিনি নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক ও সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা বুঝবে না? (৩২:৪)
ধন্যবাদ, আপনাকে ও বাংলাদেশী অন্য ভাইদের সবাইকে আল্লাহ এ বিদেশ বিভুঁইয়ে হেফাজত করুন !
আরো জানতে চাইলে ,
https://islamqa.info/en/11035

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ফেনা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.