নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফটোব্লগঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতির ক্ষুদ্র উদাহরণ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতির ক্ষুদ্র একটা উদাহরণ দিলাম। এই লোক ফেসবুকের মধ্যমে কিছু সহজ সরল শিক্ষাথীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। শিক্ষাবো্ড বা সরকার কি এই সব দেখে না!!!!

নিচে কিছু ছবি যুক্ত করলাম।

১।


২।


৩।


৪।


এই রকম আরো শত শত ঘটনা ঘটছে যা দেখার কেউ নাই। যেখানে বোর্ডের ফলাফল টাকা দিয়ে যদি নিজের মত করা যায় তবে কষ্ট করে পড়ালেখা করে লাভ কি!!!! আবার পড়ালখার মূল্যই বা রইল কি???
হায়রে বাংলাদেশ!!!!! আফসোস করা ছাড়া কিছুই করার নাই???

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

ফেনা বলেছেন: " দুঃখ জনক" - কিছু করার আছে???

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। সময়ের ব্যাপার মাত্র।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

ফেনা বলেছেন: সেই সুদিনের অপেক্ষায় থাকলাম।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার এসএসসি পরিক্ষার সময় এমন অনেক ভুয়া নিউজ দেখেছিলাম। সবাই প্রতারক। আমার কিছু সহপাঠী তাদের বিশ্বাস করেছিলো,তবে ফল শূন্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ফেনা বলেছেন: এখন আবার এই প্রতারনা শুরু হল মনে হয়। তবে উন্মুক্ত ভাবেই শুরু হল।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেখানে রাস্টের উচ্চ পর্যায় থেকে দুর্নিতি দুঃশাসনের পৃঠপোসকতা করা হয় সেখানে এসব ঘটবেই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ফেনা বলেছেন: ঠিক বলেছেন। তবে এর প্রতিকার কি কোন দিনই হবে না???

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাস্তি না দিলে চলতেই থাকবে। সর্বক্ষেত্রে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে...

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

ফেনা বলেছেন: শাস্তিটা দিবে কে? যে দিবার সেই ত দুর্নীতিবাজ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: তা ভাই এগুলো যে প্রতারনা না এইটা কেমনে শিওর হলেন? এমন কেও রেজাল্ট চেন্জ করছে তার পরিচয়টা দেন দেখি। একটু চিপায় নিয়া জিগাইতাম সে হাছা কয় না মিছা??

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

ফেনা বলেছেন: সবটাই প্রতারনা। রেজাল্ট চেঞ্জ করেছে এমন কোন নিউজ আমি পাইনি। তবে টাকা নিয়েছে এই খবর সত্যি। আমার পরিচিত একজনই এমন ধরা খেয়েছে।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫১

মলাসইলমুইনা বলেছেন: এ'রকম হতে পারে কিন্তু !.ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এ ধরণের জালিয়াতির জন্য বেশ কয়েক বছর আগে শাস্তিও দেওয়া হয়েছিল কয়েক জনকে রেজিস্ট্রার অফিস আর কোনো ডিপার্টমেন্টের কিছু অফিস কোঅর্ডিনেটরদের I সেখানে এই রকম জালিয়াতি হতে পারলে বোর্ডের পরীক্ষায় এ ধরণের জালিয়াতি হওয়ার সম্ভাবনা খুব কম নয় সেটা বলতেই হচ্ছে |

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

ফেনা বলেছেন: শিল্পী হায়দারের গানের সাথে তাল রেখে বলতে হয়- কি দেখার কথা কি দেখছি!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.