নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

গল্প

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯



আমি আজো-
নিরবে চোখের জল ফেলি,
আমাকে তুমি বুঝতে পারনি-
বা,
বুঝার চেষ্টা করনি বলে।

আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায়
এক একটা মহা কাব্য রচনা করে চলেছি,
একটা বারের জন্য তুমি পড়ে দেখনি।
দেখনি-আমার হৃদয়ের বেডরুমে
ঝুলে থাকা; সোনালী ফ্রেমে বাধাঁনো;
আমার আকাঁ - তোমার ছবি।

আমি আজো- স্বপ্ন দেখি
নিরবে চোখের জল ফেলে
কষ্টের গল্প লিখি।

সেই কষ্টের গল্পে;
আমি তোমাকে অনুভব করি,
অনুভব করি তোমার নিরব থাকার-
প্রতিটা নিঃশ্বাসের অনুভতি।

আমার গল্পগুলি পড়ে দেখ,
আমার কলিজায় কতটা কষ্টের পেরেক গাথা আছে
কতটা রক্ত গড়িয়ে পড়লে চোখের জল হয়-
আমি সব বলেছি।

শুধু তুমিই বুঝলে না; কলিজা ছিড়ার কষ্ট।

এখন আমি সেই কষ্টকে পুজিঁ করে
গল্প লিখি।
কারণ-
আমার জীবনটাই এখন একটা পরিপুর্ণ গল্প।


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

আখেনাটেন বলেছেন: আপনার কলিজা ছিড়া গল্পময় কবিতা পড়ে আমারও কলিজা চ্যাপ্টা খাওয়ার দশা। :P

ভালো লাগল আপনার হৃদয়ের অাকুতি ললনার প্রতি।

*আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় (পৃষ্ঠায় না লিখে কোষে লিখলে ক্যামন হত)
এক একটা মহা কাব্য রচনা করে চলেছি,
একটা বারের জন্য তুমি পড়ে দেখনি।

সুন্দর কবিতার জন্য ফেনাময় শুভেচ্ছা রইল।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

ফেনা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের ভাল লাগাতেই আমার অনুপ্রেরণা।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

কাদা মাটি জল বলেছেন: একদমই ব্যক্তিগত মতামত , এই কবিতায় "কলিজা" শব্দটা অশ্লীল।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

ফেনা বলেছেন: জনাব "কাদা মাটি জল" - এই কবিতায় "কলিজা" শব্দটা কিভাবে অশ্লীল ব্যাখ্যা করুন।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর কবিতার জন্য
আপনাকে অজস্র ধন্যবাদ
ফেনা ভাই। শুভেচ্ছা জানবেন।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় নুরু ভাই।
ভালবাসা জানবেন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

ওমর আল হাসান বলেছেন: সুন্দর কবিতা

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

ফেনা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: দুনিয়ার সব সম্পর্কগুলোর পরিণতি কি অবশেষে এমনই হয়?

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

ফেনা বলেছেন: হবে হয়ত।
আপনার কি এই অবস্থা???

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ঈশ্বর কখন কাকে দিয়ে কোন কাজটি করাবেন, সে কথা ঈশ্বর নিজেই জানেন না ।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

ফেনা বলেছেন: হুম তা ঠিক। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার অবস্থা একদমই খারাপ। বেশ চাপে আছি। আপনি কেমন আছেন?

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

ফেনা বলেছেন: আমি জলের মত আছি। যে যেখানে রাখে সেখানে সেই ভাবে থাকি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.