নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
তুমি যখন কাদঁবে;
কান্নার জল ফেলে দিও না,
আমার জন্য একটা বোতলে রেখে দিও।
তুমি ভালবাসা কি জান না,
জানবে সেই দিন; যে দিন আমার হাতে-
তুমি তোমার কান্নার জলের বোতলটা দিয়ে বাড়ি ফিরে যাবে।
বুঝতে পারবে তুমি-
ভালবাসার তৃষ্ণা কি।
তখন অনেক চিৎকার করে কাদঁতে ইচ্ছা করবে
কাদঁবেও- কিন্তু,
তোমার চোখে কোন জল আসবে না
শুধু- ধুধু মরু হবে তোমার বুক।
আওলা বাতাসে তোমার ওড়নাটার উড়া উড়িটাই,
প্রকৃতির বুকে এক নতুন উপন্যাস রচনা করবে।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
ফেনা বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা।
ভাল থাকবেন।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
সূর্যালোক । বলেছেন: ভালো লাগলো । কবিতায় লাইক ।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮
ফেনা বলেছেন: লাইক দিবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯
নজসু বলেছেন: ব্যথাভরা কবিতা ।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
ফেনা বলেছেন: মানষের জীবনটাই ত ব্যথায় ভরা থাকে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২
বাকপ্রবাস বলেছেন: বোতল হবে চলবে? নাকি বালতি নিয়ে আসব
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬
ফেনা বলেছেন: ধন্যবাদ ভাই। আপাদত বোতল দিয়ে চালাই, পরে বালতির চিন্তা করবনে। অবস্থা বুঝে ব্যবস্থা নিওয়া যাবে। জানেন ত মেয়েরা ইদানিং মেকাপ নষ্ট হয়ে যাবে বলে কাদঁতে চায় না।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল ভালবাসার রিএ্যাকশন ।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯
আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ।...
আওলা বাতাসে তোমার ওড়নাটার উড়া
উড়িটাই,
প্রকৃতির বুকে এক নতুন উপন্যাস রচনা করবে।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
ফেনা বলেছেন: মন্তব্যে আসার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনে হচ্ছে যেন কোনো এক ব্যথিত হৃদয়ের ব্যক্তি এসে শুনাচ্ছে আমার কানে এই ব্যথা ভরা কবিতাটি।
কেমন আছেন?
১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪
ফেনা বলেছেন: জি আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেকধন্যবাদ প্রিয়।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
এ.এস বাশার বলেছেন: ফেনা ভাই কেমন আছেন। সেই কবে থেকেই দেখছি সমুদ্রের পানিতে শুয়ে আছেন..... এবার উঠুন....অনেকে অপেক্ষায় আছে.....
কবিতা ভালো লেগেছে.....
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭
ফেনা বলেছেন: হা হা হা....
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে কাল তাহলে পানি থেকে উঠেই যাব। উঠে শুকনো মরুতে চলে যাব। কি বলেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের অংশ ভাল লেগেছে।