নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
১.
এক মুঠু স্মৃতির কষ্ট-
পেতে পেতে না পাওয়া
ঢুমুরের ফুল।
তাই-
আমি পেলাম না খুজে
তোমার মনের কোন কুল।
২.
দুর্বা ঘাসের ডগায় থাকে
হিরার মত শিশিরের নিভু নিভু জীবন,
এই পৃথিবীর বুকে-
ঠিক আমি যেমন।
৩.
নিম্নচাপ ভরপুর জীবনের চিত্রায়ন;
নাটক ছিনেমা।
আমার জীবনের প্রতিটা মুহুর্ত আরো ভয়ানক,
যা প্রকাশ করতে পারিনা।
৪.
ছাড়া শুদ্ধ সত্তা হয় কি সাধন,
ভবে ত মোহ সুন্দর সবার আপন।
কেমনে বলি তারে শুদ্ধ হতে-
আমি যে অশুদ্ধের কার-খানা।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভাই
সুন্দর মিনি কাব্যের জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইলো।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮
ফেনা বলেছেন: ওস্তাদজী কেমন আছেন?
আপনার থেকে সমসাময়িক একটা লেখা চাই। জানাও এর সম্পাদকীয়তে দিবার জন্য।
জানাও মূলত মুক্ত প্লাটফর্ম। সবার জন্য মুক্ত সাংবাদিকতা।
ভাল থাকবেন সতত।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কাব্য চিন্তা। ভালোলাগা রেখে গেলাম
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল ও সু্ন্দর থাকার দোয়া রইল।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
হাবিব বলেছেন: জীবনটা তেজপাতা না হলে কি আর জীবনে তেজ আসবে?
কাব্য লাইক দিলাম।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯
সাইন বোর্ড বলেছেন: ভাবনা বিচ্ছিন্ন হলেও মনে রেখাপাত করল ।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬
ফেনা বলেছেন: আপনার বাড়ির সামনে |ধন্যবাদ" এর সাইন বোর্ড লাগাই দিলাম।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সিনেমা হবে।
লাইফ ইজ তেজপাতা। হা হা হা................
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: The journey of a thousand miles begins with a single step.
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫
ফেনা বলেছেন: আজ্ঞে জনাব।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: রান্না করার কাজে খুব প্রয়োজনীয় পাতা তেজপাতা !!!
জীবনটা ছেড়াকাথা হলেই বিপদ !!!
ভালো থাকুন শাহ কামাল ভাই । তেজপাতা মন্দ নয় ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ঠাকুরমাহমুদ ভাই।
ভাল থাকবেন সতত।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ছাড়া.......শুভ সকাল
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ সকাল।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
মীর সাজ্জাদ বলেছেন: ভালো লাগলো।