নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফেনীল বানীঃ ১০

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫



১. মানুষ আজব এক প্রানী – খাচারঁর ভিতর থাকতেই ভালবাসে। সে মুক্তির অর্থ জানেনা।

২.
ধনীর করা পাপে গরিবেরা ধন্য। আর গরিবের করা পাপে ধনীরা ধন্য।

৩.
যারা জীবনের সাথে যুদ্ধ করে রক্তাক্ত হয় অন্তরে, তাদের চোখে কষ্টের সাগর থাকে হ্রদয়ে থাকে ভালবাসার মরুভুমি।

৪.
জীবনের প্রকৃত অর্থ মৃত্যুর মাঝেই নিহিত। যে মৃত্যুকে অনুভব করতে পারে সেই জীবনের প্রকৃত অর্থ খুজেঁ পায়। [বিঃদ্রঃ মৃত্যুই(স্বাভাবিক বা প্রাকৃতিক মৃত্যু) হল জীবনের একমাত্র লক্ষ্য বা সফলতা।]
৫.
আমি মানুষ মিথ্যে বলি; সবসময় কান্না লুকিয়ে হাসি।

৬.
মৃত স্বপ্নের জানাযা না পড়ে, শেষ চেষ্টা হিসাবে স্বপ্নের গোড়ায় আরো বার কয়েক পানি ঢালায় শ্রেয়।

৭. সব হাসি সুখের হয় না। তার পিছে একটা নীল কষ্টের উপন্যাস রচিত থাকে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

নাঈম আশফাক বলেছেন: keep it up,bro

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: আমিও একটা বানী দেই-
কিছু মানুষ বিষাক্ত। ভয়াবহ বিষাক্ত।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

ফেনা বলেছেন: নমঃ নমঃ......

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

শাহারিয়ার ইমন বলেছেন: মানুষ মুক্তির অর্থ জানেনা?

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

ফেনা বলেছেন: জানে না। যদি জানত তাহলে এত সংঘাত থাকত না।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: ১,২,৩,৪,৫,৬ এবং ৭ ভালো লাগল।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

ফেনা বলেছেন: হা হা হা হা ...............
অনেক অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন সতত।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। ভালো পড়লাম। আপনার ভাবনা ভালো

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন ভাই।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

ওমেরা বলেছেন: ফেনীল বানী ভাল লাগল।
সব হাসি সুখের না আবার সব কান্নাও কিন্ত কষ্টের না।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

ফেনা বলেছেন: আসলেই সব কান্নাও কষ্টের হয় না।

আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সাইন বোর্ড বলেছেন: ভাল ভাবনা ।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.