নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল ছবি এবং তাদের পরিচয়ে দেওয়া তাদের কথা। ( পর্ব -১ )

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১



ব্লগারদের বৈচিত্রময় নাম তাদের প্রফাইল ছবি তাদের লেখায় আমাদের পাঠদেরও কম বেশি প্রভাবিত করে। সাথে তাদের পরিচয়ে দেওয়া সংক্ষিপ্ত পরিচিতিটা তাদের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায়। আছে অনেক জানার আছে কিছু ভাবনার বিষয়ও। সবার সামনে তাদের প্রফাইল ছবি সহ তাদের পরিচয়ে লেখা অংশটুকু কপি পেষ্ট করে তুলে আনলাম। ইচ্ছা আছে নিয়মিত ভাবে পর্ব হিসাবে মোটামুটি সবাইকে উপসতথাপন করার।

১।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিন্তু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা সনেট কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ৯২৯(২ নভেম্বর ’১৮ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

২।

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

৩।

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

আমি সেই দিন হব শান্ত....

৪।

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ।

৫।

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

সততাই সুন্দর এবং সত্য

৬।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky color your life, than your life will be colorful

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

৭।


মনিরা সুলতানা


সামু র বয় বৃদ্ধার ব্লগ

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

৮।

আব্দুল্লাহ্ আল মামুন


মোঃ আব্দুল্লাহ আল মামুন

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন। মানুষক


৯।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক 'মেঘফুল'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন 'এক রঙ্গা এক ঘুড়ি'।

মন্তব্য ৭৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: কেমন আছেন, দাদাবাবু? অনেক দিন আমার পোস্টে আসেন না। আমি তো একা থাকি। ব্লগের বাড়িতে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

ফেনা বলেছেন: জি আমি ভাল আছি। ইনশাল্লাহ একবার আপনার ব্লগ বাড়িতে ঘুরে আসব।
ভাল থাকবেন সবসময়।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাকিটুকু জায়গা হয়নি। ওইখানে লিখেছিলাম মানুষকে ভালোবাসুন, পাশে থাকুন সকলের আপন হয়ে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

ফেনা বলেছেন: হুম। সেইটা বুঝতে পেরেছি। যুক্ত করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


৪৮ বছর জাতির গরীব অংশকে "শিক্ষা" থেকে বন্ছিত করায়, প্রতি ঘরে "চাকরাণী" আছে, প্রতি মেসে ঝি আছে, বেগম জিয়ার সাথে ফাতেমা আছে, মালয়েশিয়ার রাবার বাগানে, সৌদীর মরুভুমিতে বাংগালী আছেন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

ফেনা বলেছেন: আমিও ভাই আছি মরুর এক দেশে।
দোয়া রাখবেন।

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার সংগ্রহের বিষয়টা অন্যরকম ভালোলাগলো ।। ধন্যবাদ

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

ফেনা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নজসু বলেছেন:



বাহ! সুন্দর কাজ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

করুণাধারা বলেছেন: ইন্টারেস্টিং!!!!!

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: ভিন্ন রকম পোষ্ট ভালো ভালো।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়।

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারটা আসবে কবে ;)

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

ফেনা বলেছেন: হা হা হা ....
আসবে আসবে। প্রতি পর্বে ১৫ টা করে দিছিলাম। কিন্তু ছবি নেয়নি। তাই নয়টা দিতে হল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশ!


প্রোফাইল, প্রোপিক ব্যক্তিত্যের পরিচায়ক।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

ফেনা বলেছেন: হুম, তা ঠিক।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

বিজয় নিশান ৯০ বলেছেন: ভাল জিনিস নিয়ে লিখছেন ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

১১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আরোগ্য বলেছেন: বাহ্ ভালো লাগলো। নতুন কিছু পেলাম।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: সবার উপরে আমাকে পেলাম প্রিয় কবি, সেজন্য একরাশ মুগ্ধতা। এক সাথে অনেকের পরিচয় পাওয়া গেল সে দিক থেকে বিষয়টি চমৎকার! পোষ্টের জন্য আপনাকে অনে অনেক ধন্যবাদ এবং নিরন্তর শুভ কামনা। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

ফেনা বলেছেন: আপনাদের ভাল লাগা আর মুগ্ধতা আমার জন্য অনেক বড় মাপের উতসাহ। অনেক অনন্দিত আপনি সময় করে এসে মন্তব্য দিয়ে গেলেন।

অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



সবাই প্রিয় তালিকায় আছে । দারুন এক কাজ করেছেন । আমার একটা সিরিজ ছিল ব্লগারদের নিয়ে যদিও প্রথম পর্বের পর পরের পর্ব ড্রাফট করে রেখেছি । যেহেতু সিরিজটী কমেডি টাইপের ছিল ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
আমরা সবাই একটা বিশাল পরিবারের মত। আপনার কমেডি সিরিজটা চালিয়ে গেলেইত পারেন।

ভাল থাকবেন সতত।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বেশ ভাল উদ্যোগ তো! তা এটা কি চলন্ত....?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

জি জনাব এই গাড়ি চলন্ত। আশা করি চলবে।
দোয়া রাখবেন।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:


ইচ্ছে আছে দেখি এই সপ্তাহে দিব ।

ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

ফেনা বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

প্রশ্নবোধক (?) বলেছেন: ভাল বিষয় তুলে ধরেছেন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

ভাল থাকবেন সতত।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ফেনা বলেছেন: ধন্যবাদ।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি যাদের নিয়ে পোস্ট করেছেন উনার সবাই সামু ব্লগে পরিচিত এবং জ্ঞানীগুণী মানুষ । আপনি চাইলে অন্য বিষয়ে লিখতে পারতেন। এভাবে মানুষের পরিচিতি নিয়ে লিখে সময় নষ্ট না করে আপনি আইটি নিয়ে লিখুন। এতে অন্য মানুষের বাস্তবিক উপকার হবে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

ফেনা বলেছেন: প্রথমে মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাই আমি আইটি তেমন কিছু বুঝি না। তাই লিখার প্রশ্নই ঊঠেনা । যে দিন বুঝব সে দিন লিখব।
যাদের পরিচয় নিয়ে লিখছি তারা এই ব্লগের জ্ঞানী এবং বেশ পরিচিত মানুষ, জানি।
তাদের পরিচিতিতে বেশ কিছু কথা রয়েছে যা অনেক গুরুত্তপুর্ণ। তাদের এই কথা গুলি হল তাদের জীবন চিন্তার নির্যাস। উদাহরণ সরুপ আপনার ব্লগ বাড়ির পরিচিতিটার কথাই বলি - "সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব " এবং "প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি। " জানার এবং বুঝার অনেক কিছু আছে, তাই না???
আমরা তাদের ব্লগে যাই ঠিকি কিন্তু সাম্প্রতিক পোষ্টে ক্লিক করে লেখাটা পড়ে মন চাইলে একটা মন্তব্য দিয়ে চলে আসি।
একটু খেয়াল করে দেখেন তাদের ব্লগ বাড়ির চিন্তাটা কিন্তু পড়া বা জানা হয় না।

ভাল থাকবেন সতত।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: বাহ! চমৎকার।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

২১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

জাহিদ হাসান বলেছেন: আমার চেহারা আমি কাউকে দেখাবো না। আমার চেহারা ভাল না। :-0

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

ফেনা বলেছেন: চেহারা কারোরই ভাল নয় আবার কারোরই খারাপ নয়। সবই মনশীলতার আর দৃষ্টীভংগীর বিষয়।

ভাল থাকবেন সতত।

২২| ১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার পোস্টটিতে নতুনত্ব আছে | শুভ কামনা রইলো |

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

২৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন।

সিরিজটা সফল হোক।

++++++++++++

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
সাথে থাকুন ভাল থাকুন সবসময়।

২৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না। আজ থেকে ৫/৬ বছর আগে জনৈক ব্লগার এমন একটি পোস্ট লিখেছিলেন। আপনার পোস্ট দেখে সেই কথা মনে পড়ে গেল।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
প্রকৃতি বারবার ফিরে আসে। এইটাই মনে হয় নিয়ম।
ভাল থাকবেন।

২৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো হয়েছে।
আরও ভালো হবে ব্লগারদের লেখার স্টাইল/ উপজীব বিষয়টি সংক্ষেপে উল্লেখ করলে।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

ফেনা বলেছেন: "আরও ভালো হবে ব্লগারদের লেখার স্টাইল/ উপজীব বিষয়টি সংক্ষেপে উল্লেখ করলে। "
এইটার উপর অল্প কিছু দিন আগেই ব্লগে এই রকম পোষ্ট এসেছিল। তাই সেইটা আর টাচ করতে চাইনি।

ভাল থাকবেন সতত।

২৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

চাঙ্কু বলেছেন: ভালা হইছে!!

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

ফেনা বলেছেন: ধন্যবাদ দাদা।

২৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

হাবিব বলেছেন:





ইসরে.............
আমি কতো কষ্ট করে গোছাচ্ছিলাম.........!!.

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

ফেনা বলেছেন: হা হা হা হা ....
তাই???
আমি আরেকটা পর্ব দেই তারপর আপনে বাকি পর্ব গুলি দিয়েন।

আপনার জন্য শুভকামনা।

২৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

হাবিব বলেছেন: আপনি দেন ..... আমি এই নিয়ে একটা পরিকল্পনা করছি

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

ফেনা বলেছেন: ওক। ধন্যবাদ।
ভাল থাকবেন।

২৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

তারেক ফাহিম বলেছেন: যাদের দেখছি সবাই ব্লগের মহারতি।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

ফেনা বলেছেন: জি জনাব। কেমন আছেন?

৩০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৩১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়।

ভালো থাকুন।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

ফেনা বলেছেন: :)

৩২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট !!
আশা করছি দারুণ একটা সিরিজ পাচ্ছি !!
আমাকে এ পর্বে সাথে রাখার জন্য ধন্যবাদ।

শুভ কামনা।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনি হলেন একটা সাম্রাজ্যের সুলতানা। আপনাকে না রেখে উপায় আছে???

ভাল থাকবেন সতত।

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

তারেক ফাহিম বলেছেন: জি জনাব। কেমন আছেন?


?? প্রশ্নবোধক দেখে পুণরায় মন্তব্যে আসলাম।

আমি ভালো আছি। আশার করছি আপনিও সহব্লগারদের প্রোফাইলে ঘুরতে ঘুরতে ভালোই আছেন।
পোষ্টে ভিন্নরকমরে স্বাদ অনুভব করা যায়।
কূশল জিজ্ঞাসাবাদে ভালোলাগা।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

ফেনা বলেছেন: ভালোলাগাতে কৃতজ্ঞতা।

ভাল থাকবেন সতত।

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো ফ্যান্টাসি পোস্টটি। ++


শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

ফেনা বলেছেন: অনেক ভালবাসা নিবেন জনাব।

৩৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

মিজভী বাপ্পা বলেছেন: মুই বাদ গেছি :'(

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

ফেনা বলেছেন: দৈর্যে মেওয়া ফলে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৬| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ ভাল লাগলো, আসলে প্রফাইল অনেক কিছু বলে দেয়।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ফেনা বলেছেন: জি আসলেই প্রফাইল অনেক কিছু বলে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: দারুন পোষ্ট

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

ফেনা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

৩৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সৈয়দ ইসলাম বলেছেন: ব্যতিক্রম এই আয়োজন দেখে আমি পুরাই টাশকিত!

শুভকামনা

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

তবে টাশকিত খায়েন না। ইহা মনের অনেক ক্ষতি করে। ইহা থেকে দূরে অবস্থান করুন।

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ফেনা, আপনি আমাকে ঋণী করে দিলেন, আমি কিভাবে বোঝাই আমি কতোটুকু খুশি হয়েছি ? কিভোবে বোঝাই রে ভাই আমি কতোটা আনন্দিত ? আপনার জন্য আমার ছোট্ট একটি ভালোবাসার কবিতা ।




ফেনা’ ভালোবাসে হাসনাহেনা
ফেনা’ করেনা কোনো দেনা,
ফেনা’ কোথাও যেতে নাইকো মানা
ফেনা’ অন্ধকারে এক টুকরো রুপালী চাঁদের আনাগোনা ।।



১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

ফেনা বলেছেন: আমার জন্য এত সুন্দর একটা কবিতা!!! সকাল সকাল মনটা আনন্দে ভরে গেল। আপনি আপনার নিজের হাতে এই কবিতা লিখেছে। সেই জন্য আপনাকে এক রাশ গোলাপের শুভেচ্ছা।
আর যেই হাত দিয়ে লিখেছে-
"ঠাকুর এই হাত মুজে দে দে" (মনে আছে??)

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা .......................................................
শুভ সকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.