নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফেনীল বানীঃ ১১

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭



১। শরীরের অসুখ ঔষধে যায়, আর মনের অসুখ যায় তুষ্টিতে।

২। বিয়ে বা প্রেমের জন্য শরীরই মূখ্য; মন নয়।

৩। মানুষের মন প্রকৃতির মত, প্রতিনিয়ত পরিবর্তনশীল।

৪। নিজেকে ভাল রাখতে হলে মাটির দিকে তাকাও; মনুষ্যত তোমাকে আপন করে নিবে।

৫। কান্নায় অনেক রোগের মুক্তি মিলে। যেমন- কষ্ট, হতাশা, একাকীত্ত।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার কষ্টময় জীবনের জন্য শুভকামনা ছাড়া আর কিছুই করতে পারছি না!

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

ফেনা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাণীগুলো ফেনিল কেন? এগুলো কি সব আপনার বাণী?

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

ফেনা বলেছেন: জি জনাব এইগুলি আমার লেখা। তাই ফেনীল বানী।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

হাবিব বলেছেন: ২ নাম্বারের সাথে একমত নই।
৪ ও ৫ নাম্বারে একটা করে বানান ঠিক করে দিন।
মনুষ্যত

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাই আমার কী-বোর্ডে সমস্যা হচ্ছে। তাই পারচ্ছি না। যুক্ত বর্ণ অনেকগুলি হচ্ছে না।

আর ২ নম্বরটা সময়ের আবর্তনে জেনে যাবেন।

ভাল থাকবেন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: @হাবিব স্যার... আমিতো একটার সাথেও একমত নই। পড়ে মনে হয়েছে লেখিকা (সেই রকমই মনে হলো যে উনি লেখিকা) চরম হতাশাগ্রস্থ :(


তিন আর চার কোন রকম চালায় নেওয়া যায়। তবে বাকি গুলি শুধুমাত্র লেখিকার মনের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০

ফেনা বলেছেন: জনাব মনে হয় আমার ব্লগে প্রথম। চুলে যেন না হয় ভুল।
ক্ষোভ নয় বাস্তব পর্যবেক্ষনের উপস্থাপন।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

হাবিব বলেছেন:

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০

ফেনা বলেছেন: :)

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আগে শুধু ধারণা ছিলো; এখন পুরাপুরি বিশ্বাসে পরিণত হলো যে আপনি হতাশা গ্রস্থ। লেখা গুলির টাইটেলেও যেমন হতাশার ছোয়া, তেমনি কিছু কবিতাতেও। শুধুমাত্র একটা পোষ্টের থেকে কিছু কোট করছিঃ

১.
এক মুঠু স্মৃতির কষ্ট-
পেতে পেতে না পাওয়া
ঢুমুরের ফুল।
তাই-
আমি পেলাম না খুজে
তোমার মনের কোন কুল।

২.
দুর্বা ঘাসের ডগায় থাকে
হিরার মত শিশিরের নিভু নিভু জীবন,
এই পৃথিবীর বুকে-
ঠিক আমি যেমন।

৩.
নিম্নচাপ ভরপুর জীবনের চিত্রায়ন;
নাটক ছিনেমা।
আমার জীবনের প্রতিটা মুহুর্ত আরো ভয়ানক,
যা প্রকাশ করতে পারিনা।


এগুলি সবই হতাশাগ্রস্থ মানুষের লেখা! :)

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
আসলে লেখা হল বাস্তব জীবনের উপলব্দি এবং পর্যবেক্ষণ মাত্র। এইটা একজন মানুষের ব্যক্তি জীবন হওয়ার কথা নয়। আর ব্লগে নতুন আসেন এত লাফানোর কিছু নাই। আগে সবাইকে চিনেন। ব্যক্তি আলোচনা না করা উচিত। লেখা পড়েন আলোচনা করেন।
লেখিকা নয় লেখক। চুলে যেন ভুল না হয়।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ফেনা ভাই-

বাণীগুলো ভালই।

আমার মনে হয়না আপনি হতাসাগ্রস্থ।

ভাল থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
আসলে লেখা হল বাস্তব জীবনের উপলব্দি এবং পর্যবেক্ষণ মাত্র। এইটা একজন মানুষের ব্যক্তি জীবন হয়ার কথা নয়।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: বানী দিয়ে কি হয় কিছুই হয় না।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

ফেনা বলেছেন: হয় হয় ...
কিছু উপলব্দি হয়।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ফেনীল কথাগুলি একেবারে ফেলে দেবার নয়।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

ফেনা বলেছেন: হুম। একটু খেয়াল করে দেখেন - বিয়ের জন্য একটা মেয়েকে দেখতে গেলে ছেলে পক্ষ মেয়ের মন মানসিকতার আলোচনা করে না দেখে মেয়ে রুপ যৌবন, শরীরের কাঠামো কেমন।
ভুল বলেছি???

১০| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

সেলিম৮৩ বলেছেন: ২ নং টা ভালো লাগেনী। তবু বাস্তবতার পাল্লা ঐ দিকেই ভারি।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আফা; ক্রিটিসিজম সহ্য না করতে পারলে লেখাই বৃথা।

আর আমার আইডি নতুন নতুন.... কিন্তু কথায় আছে না.... size doesn't matter.....

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ফেনা বলেছেন: "ক্রিটিসিজম সহ্য না করতে পারলে লেখাই বৃথা।" - আগে ক্রিটিসিজম করা জানুন। আর কোন ব্লগার নিয়ে কা বলতে হলে আগে তার প্রোফাইল পড়ে তার সম্পররকে জানুন।
অনুমান ভিত্তিক আলোচনা করা ভাল বা ভদ্রতা নয়।
ব্লগিং শিখুন। নীতিমালা ভঙ্গ করবেন না।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

বিজন অধিকারী বলেছেন: আরো অনেক বানী পোস্ট চাই

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ফেনা বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব। ভাল থাকবেন।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আরও বেশি বানী এক সাথে দিতে পারতেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ফেনা বলেছেন: যখন যতটুকু লিখা হয় তাই দেই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

সাইন বোর্ড বলেছেন: ২ নম্বরে অাপত্তি অাছে, বাকীগুলো চালিয়ে নেওয়া যায় ।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আরোগ্য বলেছেন: আমি প্রতিটা বাক্যে সায় দিলাম। সবগুলি বাস্তব। সবাই হতাশাগ্রস্ত বলে কেন, বাস্তব কি হতাশাগ্রস্ত???

কথাগুলো বুঝার জন্য অভিজ্ঞতা দরকার।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ফেনা বলেছেন: গিলোতে প্রতিবন্ধকতা থাকলে এমন বলতেই পারে।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ইয়োডা বলেছেন: বানী বানান আপনার ঠিক আছে? কি-বোর্ড চাপতে সমস্যা হলে পার্ট টাইম কেউ কে নিয়োগ দিতে পারেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ফেনা বলেছেন: প্রথমত আমি বানানে খুবই দুর্বল। আর আপনি চাইলে আমি আপনাকে নিয়োগ দিতে পারি। পেটে ভাতে।

হা হা হা হা ----
ভাল থআকবেন।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ২। বিয়ে বা প্রেমের জন্য শরীরই মূখ্য; মন নয়।


এ কেমন কথা? এটা পরকীয়ার বা লুতুপুত প্রেমের ক্ষেত্রে যায়।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ফেনা বলেছেন: একটু খেয়াল করে দেখেন - বিয়ের জন্য একটা মেয়েকে দেখতে গেলে ছেলে পক্ষ মেয়ের মন মানসিকতার আলোচনা করে না দেখে মেয়ের রুপ যৌবন, শরীরের কাঠামো কেমন, কতটা সুশ্রী।
ভুল বলেছি???

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হয় হয় ...
কিছু উপলব্দি হয়।

সাময়িক।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

ফেনা বলেছেন: হবে হয়ত।

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১

ফেনা বলেছেন: ধন্যবাদ।

২০| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

ফেইরি টেলার বলেছেন: কথায় যুক্তি আছে

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

ফেনা বলেছেন: হুম। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: ২ নম্বরটা বাদে বাকিগুলো ঠিক আছে । বচন ভালই লাগলো।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




উপলব্ধিটাই জরুরী । তাহলেই সেটা বাস্তবে করা সম্ভব ।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

ফেনা বলেছেন: সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.