নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ কবি শাহানা বেগম
ধোঁয়াশার চাদরে ঢাকা তুমি আমার
হিম শীতল চালতা ফুল।
-- আর-
আমি মাতাল হতে চাইলে –
এক বোতল হুইচকি আর তোমার চোখের মাঝে
তোমার চোখকেই বেছে নিব।
-- তাই-
তুমি বুঝবে না কারণ-
তুমি তোমার চোখ সামনে থেকে দেখতে পাওনা।
আমি দেখি; তাই প্রতিনিয়ত নিজেকে মাতাল মাতাল মনে হয়
-- সত্যি!!
চোখ বন্ধ করে যখন তোমার চুম্বনদানী অনুভব করার চেষ্টায় থাকি
তখন মনে হয় আমি অভিকর্ষজ শুন্য।
মুক্ত বিহঙ্গের মত রংগিন ঘুড়ি।
-- ওয়াও!!!
আমার প্রিয় বুড়ি প্রেমিকা
তুমি কি কখনো আমাকে অনুভব করেছ?
অনুভব করেছ- বৃষ্টি স্নাত প্রকৃতির কোমলতায়?
-- এভাবেই নয় … তবে ...
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১
ফেনা বলেছেন: সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি ছবির অনুমতি নিয়েছি। এবং ছবির নীচে একটা নোট যুক্ত করে দিচ্ছি।
ধন্যবাদ আবারো। ভাল থাকবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
ফেনা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ছবিটা অস্পষ্ট।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
ফেনা বলেছেন: ধন্যবাদ। ছবিটা আসলে ফটোশপে এই রকম করা হয়েেছ। ভাল থাকবেন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
মিথী_মারজান বলেছেন: কবিতাটা খুব সুন্দর।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
অব্যক্ত কাব্য বলেছেন: দারুন
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
ফেনা বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
কবিতা অনেক সুন্দর হয়েছে ।
একটা লাইন বেশি ভাল লেগেছে "তুমি কি আমকে অনুভব করো"
ধন্যবাদ কবি ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্য এবং উতসাহ দিবার জন্য অনেক ধন্যবাদ।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
Observer বলেছেন: হরি!হরি! একি দেখছি! আমি কয়েক বছর অবসরে কি ছিলাম, এরই মধ্যে দেখি কোটি কোটি কোবতে লিখে ব্লগ ভরে ফেলেছেন। দেখাচ্ছি মজা.........
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
ফেনা বলেছেন: আজ্ঞে মহাশয় আসেন- আপনার অপেক্ষাতে জগতবাসী
বসে আছে। আর মজা দেখালে হবে না, খাওয়াতেও হবে। ভাই চিনি একটু বেশি দিয়েন। আমার সুগারের কোন সমস্যা নাই।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখাটি সুন্দর। তবে ব্লগনীতিমালা অনুসারে, কারো ব্যক্তিগত ছবি কোন সুনির্দিষ্ট কারন ছাড়া পোষ্টে সরাসরি যুক্ত করাকে ঠিক অনুমোদন করা যায় না। আপনি চাইলে আপনার কোন প্রিয় মানুষের ছবি নিয়ে কবিতা লিখতেই পারেন। সেই ক্ষেত্রে আপনাকে পোষ্টের নিচে, ছবি সম্পর্কে দায় স্বীকার করে বক্তব্য যুক্ত করতে হবে, অর্থাৎ অনুমুতি সংক্রান্ত ব্যাপার। বিনা অনুমুতিতে ছবি ব্যবহার করে অনেকেই অতীতে অনেকই প্রশাসনিক ঝামেলা এবং সমস্যার মুখোমুখি হয়েছিলেন।