নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
সালাম নিবেন হানওয়া বাসী
সালাম নিবেন ভোদাই ভাই
সবার থেকে নিচ্ছি বিদায়
আর হবে না দেখা তাই ।।
জানি না কাজ কর্ম আমি
জানি না হাংগু মাল
আমি তুমি সবাই এখন ভেরি বেসামাল।।
প্লেনে চড়ে বেজায় খুশি
স্বপ্ন দেখেই করলাম ভোর
বিদেশ পৌছেই পাব আমি
কাতির কাতির সুইট হুর।।
সালাম নিবেন হানওয়া বাসী
সালাম নিবেন ভোদাই ভাই
সবার থেকে নিচ্ছি বিদায়
আর হবে না দেখা তাই ।।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৮
ফেনা বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন??
২| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:০০
ঝিগাতলা বলেছেন: এটা আবার কেমন কবিতা?
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯
ফেনা বলেছেন: রম্য সংগীত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: না না এটা ঠিক না।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯
ফেনা বলেছেন: কোনটা ঠিক নয়???
৪| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১২
মাহমুদুর রহমান বলেছেন:
সবার থেকে নিচ্ছি বিদায়
আর হবে না দেখা তাই ।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৭
ফেনা বলেছেন: যেতে হলে আপন ঘরে নিতে হবে বিদায় ; ভাই।
৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৫
হাবিব বলেছেন: হুম
০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:২০
ফেনা বলেছেন: আইচ্চাতে ....
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরবেনা বলে ঠিক করেছেন ?
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৫
ফেনা বলেছেন: চলেই আসলাম।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: মজার।