নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ফটোমিস্ত্রিঃ অরণ্য খায়েশ ফেনা
টলমল আবেগে প্রতিটা সকালে- আমার মন,
প্রকৃতির প্রেমে আচ্ছন্ন হয়।
আচ্ছন্ন হয় জীবন মায়ার কায়া কাঁন্নায়।
অনেক ফুলই মনে দোল দেয়
এনে দেয় মায়া কাঁন্নার মাঝে বিরতি।
কিন্তু-
আমার মনে আজ বাসা বেঁধেছে
আনন্দের ঢেউ তুলার মত ফুল- ঢেঁড়স ফুল ।
আমি বাধি মন, বাধি জীবন গানের মালা
বাধি- তোমাতে আমাতে আমার আমিতে
স্পন্দনের সত্তায় ঢেঁড়স ফুলের মালা।
টলমল আবেগে প্রতিটা সকালে- আমার মন,
প্রকৃতির প্রেমে আচ্ছন্ন হয়।
আচ্ছন্ন হয় জীবন মায়ার কায়া কাঁন্নায়।
অনেক ফুলই মনে দোল দেয়
এনে দেয় মায়া কাঁন্নার মাঝে বিরতি।
কিন্তু-
আমার মনে আজ বাসা বেঁধেছে
আনন্দের ঢেউ তুলার মত ফুল- ঢেঁড়স ফুল ।
আমি বাধি মন, বাধি জীবন গানের মালা
বাধি- তোমাতে আমাতে আমার আমিতে
স্পন্দনের সত্তায় ঢেঁড়স ফুলের মালা।
২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:০৩
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
আজকে বেশ কয়েকটি কবিতা পড়া হলো। কবিতা পড়ে আরাম পাওয়া গেল।
২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৫
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই।
কেমন আছেন?
৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ফুল থেকেই সব হয়। তাই তো আমরা বেঁচে আছি।
কবিতা সুন্দর হয়েছে।
২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪০
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় মানুষ।
সুস্থ থাকুন সতত।
৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: ছবিটি খুব তাজা।
আর কবিতাটি ঢেঁড়স ফুল।
+++++
২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪১
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ফুলটি সকালে তুলে বিকালে দিয়েছি তাই কিঞ্চিত তাজা আছে।
সুস্থ থাকুন সতত।
৫| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭
বিপুলা পৃথিবী // বলেছেন: সুন্দর
২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪১
ফেনা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।