নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
উপর্জন করার ক্ষেত্রে ব্যবসার উপর আসলেই কিছু নাই। আর সময় যখন মহামারি করোনা কাল তখন ত ব্যাবসায় হোক আর চাকুরী, সব ক্ষেত্রেই সমস্যা। কিন্তু পেট আর জীবন সংসার ত এই সব বুঝে না। তাই জীবনের তাগিদে কিছুত করতেই হবে। সেই ক্ষেত্রে চাকুরী এখন প্রায় অসম্ভব প্রায়। বলতে গেলে অনেক ব্যাবসায় প্রতিষ্ঠান থেকে কর্মী ছাটাই চলছে। ফলে ছোট খাট কোন ব্যাবসার দিকে নজর দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আর তাই আপনাদের সবার পরামর্শ আশা করছি বা যাদের সহযোগীতা করা সম্ভব তারা আশা করি সহযোগিতা করবেন।
এখানে উল্লেখ্য যে আমি যে ব্যাবসার কথা চিন্তা করছি সেই বিষয়ে সবাই পরামর্শ দিবেন। যদি এর বাইরেও কোন ভাল আইডিয়া থাকে আশা করি দিবেন।
আমি মনে করি আমি যদি এখন একটা উদ্দ্যোগ নেই তাতে বেশ কয়েকজনের কর্মসংস্থান হবে। চলবে তাদের সংসার।
চিন্তাঃ
১। এনার্জি লাইট এসেম্বলিং।
২। সেন্ডেল।
৩। লোকাল এরিয়াতে নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি।
আপনাদের সকলের সুন্দর এবং গঠনমূলক পরামর্শের অপেক্ষায় রইলাম।
সবাই ভাল থাকুন সুন্দর থাকুন।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:০১
ফেনা বলেছেন: হুম। ভাল বলেছেন।
ধন্যবাদ।
২| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
কোন কিছু শুরু করতে সময় লাগে; শতকরা ৫০ ভাগ নতুন প্রচেষ্টা ফেল করে; এই ফেলের ধাক্কা সামলানোর জন্য পেছনে কেহ থাকতে হয়।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:০৩
ফেনা বলেছেন: কোন কিছু শুরু করতে সময় লাগে; শতকরা ৫০ ভাগ নতুন প্রচেষ্টা ফেল করে। এওটা বেশ ভাল করেই জানি। কিন্তু দাদা পিছনে ত কেউ নেই। এই একার দুনিয়াতে আমি ত একেবারে একা মানুষ।
৩| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: ব্যবসা সবাই করতে পারে না।
ব্যবসা সবার জন্য না।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫
ফেনা বলেছেন: আপনার জন্য কোন আইডিয়া থাকলে দিতে পারেন।
৪| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন:
লোকাল এরিয়াতে নিত্য প্রয়োজনীয় হোম ডেলিভারীতে ভালো সুযোগ আছে তবে যতদূর সম্ভব সৎ থাকতে হবে। পন্যের গুণাগুণ ভালো হতে হবে। কথায় কাজে মিল থাকতে হবে।
শুভকামনা।
২৯ শে জুন, ২০২০ সকাল ৯:৪৭
ফেনা বলেছেন: সঠিক বলেছেন।
৫| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:১৬
কৃষিজীবী বলেছেন: এনার্জি লাইট এসেম্বলিং।
২। সেন্ডেল।
৩। লোকাল এরিয়াতে নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি। এই ব্যাবসা গুলোতে প্রতিযোগিতা বেশি, তাই সফল হওয়া কঠিন। তুলনামূলক কম প্রতিযোগিতা এবং মুটামুটি লাভজনক ব্যাবসা হিসেবে আমার মতে মুরগির ফার্ম করা যেতে পারে। ব্রয়লারের বাজারে অসুস্থ প্রতিযোগিতা চলছে,তবে লেয়ার অথবা সোনালী মুরগির বাজার ভালো । প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং লাখখানেক টাকা মূলধন এর ব্যাবস্থা না থাকলে লেয়ার এর ফার্ম না করাই ভালো। একদম স্বল্প পুঁজিতে,প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই সোনালী মুরগীর ফার্ম করা যায়।
২৯ শে জুন, ২০২০ সকাল ৯:৪৮
ফেনা বলেছেন: সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:২৭
পদ্মপুকুর বলেছেন: যেকোনো কিছু শুরু করার জন্য অনেক বেশি পরামর্শ নেয়াও অনেক সময় সুবিধা বয়ে আনে না।
২৯ শে জুন, ২০২০ সকাল ৯:৪৯
ফেনা বলেছেন: নিজে ঠিক থাকলে কোন সমস্যা নয়।
৭| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া কোন কিছুই কোন কাজ করবে না।দেশের বেশিরভাগ সম্পদ কিছু দুষ্ট লোকের নিকট কুক্ষিগত,এই সম্পদের সুষম বন্টন দরকার।এই বিষয়ে জনগনকে সোচ্চার হতে হবে।জোড়াতালি দিয়ে কিছুই হবে না।
২৯ শে জুন, ২০২০ সকাল ৯:৪৯
ফেনা বলেছেন: হুম তা ঠিক।
৮| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:২৮
নেওয়াজ আলি বলেছেন: সবাইকে দিয়ে সব সব কাজ হয় না । এখন কঠিন সময় । লস গেলে মাথায় হাত।
২৯ শে জুন, ২০২০ সকাল ৯:৫০
ফেনা বলেছেন: ঘরে বসে ত মাথায় হাত দিয়ে বসেই আছি।
৯| ২৮ শে জুন, ২০২০ রাত ১১:২২
সাইন বোর্ড বলেছেন: একটা ব্যবসাকে দাঁড় করাতে কারো কারো পুরো জীবনটাই পার হয়ে যায়, আর এখন তো করোনা মহামারী । ব্যবসার ক্ষেত্রে আপনার আগ্রহ আর দৈর্য্যই বড় কথা ।
২৯ শে জুন, ২০২০ সকাল ৯:৫১
ফেনা বলেছেন: "ব্যবসার ক্ষেত্রে আপনার আগ্রহ আর দৈর্য্যই বড় কথা ।"
ভাল বলেছেন।
ধন্যবাদ।
১০| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধোলাই খালকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়া সম্ভব।
০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:১০
ফেনা বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হোম ডেলিভারি একটি ভালো উদ্যোগ হতে পারে যদি বিশ্বাসযোগ্যতা ও সেবার মান বজায় রাখা সম্ভব হয়।