নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
নিজের থেকে একটু বেশী ভালবাস আমায়-জানি
পাছে কেউ কিছু বলে- চেপে রাখ সব নিজের বুকে।
আমি কিছু চেপে রাখতে পারিনি
মিথ্যে আশাও দিতে পারিনি
তোমায় ভালবেসে গেছি এক মনে।
মা বাবার উর্ধে যেতে পারিনি বলে-
কেলেংকারি ঘটাতে পারিনি।
এই জন্য বুঝি আজো একা একা কষ্ট পাই
খরার মত এখনও শুষ্ক হয়ে যায় বুক
নদী জল পাশে ছল ছল-
ওপারে আমি শুষ্ক মরুভূমি।
ভাল আছ তুমি
লতা গাছের মত প্রকৃতির অংশ হবে তুমি-কিন্তু
বাঁচার জন্য হাপিত্তাস করি আমি
সিরধারায় রক্ত বয়ে চলে-কিন্তু বেঁচে থেকেও মৃত আমি।
১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮
ফেনা বলেছেন: হুম তার মা, বোন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কেমন আছেন দাদা?
২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসাই এখন বেশী দরকার
১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১২
ফেনা বলেছেন: হুম।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয়।
৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো আছি।
আপনার ভালোবাসা আপনার হৃদয়ে প্রশান্তি আনবে।
১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৩
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন সতত।
৪| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: শুধু ভালোবাসি বললেই হবে না। এমন কিছু করতে হবে যেন নিপা ভালোবাসা অনুভব করতে পারে।
১৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৮
ফেনা বলেছেন: সহি, সঠিক ও শান্তির পথ বের করা ওনেক কঠিন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১
কবিতা পড়ার প্রহর বলেছেন: নিপা জানুক তার ভালোবাসার কথা।
১৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:০০
ফেনা বলেছেন: জেনে গেছে ত।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
নিপাকে আরো কেহ কি ভালোবাসে?