নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ভালবাসা আর মমতা পৃথীবী থেকে মৃত্যুর পর সম্ভবত আমার জন্ম। ভালবাসা আর মমতা কবে মারা গেছে ঠিক করে না জানার কারণেই সমস্যাটা অনেক বড় হয়ে দাড়িয়েছে। ভাল কিছুর রেশ থাকে কিন্তু অনেক লম্বা সময় ধরে। সেই জন্যই ভালবাসা আর মমতার রেশ কিছুটা হলেও এখনো রয়ে গেছে। ভালবাসা আর মমতার সাফাই এখনো সবাই গেয়ে যাচ্ছি।
প্রশ্ন ১। জীবন কী এবং কেন??
প্রশ্ন ২। যে নিজের জীবনের নিশ্চয়তা দিতে পারে না তার এত বড়াই কিসের??
প্রশ্ন ৩। সম্পদের জন্য এত মারামারি কাটাকাটি কিন্তু ঐ ব্যক্তি কি একটা পয়সাও কবরে নিয়ে যেতে পারবে??
প্রশ্ন ৪। ভালবাসা আর মমতার কথা বলে মুখে ফেনা তুলি কিন্তু বাস্তবে নিজের চরিত্রটা উলটা, তাতে কি কি লাভ বা উপকার হয়??
প্রশ্ন ৫। মৃত্য যদি স্রষ্টার হাতে থাকে তা হলে মাঝে মাঝে বা প্রায় সময় না খেয়ে থাকলে কি হয়?? (সম্পদ যার কম আখেরাতে হিসাব তার তত কম হবে, লাভ ত এখানে; সম্পদে নয়)
প্রশ্ন ৬। কোরআন এবং হাদীস জীবনের জন্য। কিন্তু আমরা নিজের শ্বার্থে ব্যবহার করি কেন??
প্রশ্ন ৭। আপনি কি জানেন যে আপনি যে কোন মুহুর্তে মারা যেতে পারে??? তাহলে জীবনে চলতে গিয়ে এত ক্যাচাল করেন কেন???
১১ ই জুন, ২০২১ দুপুর ২:০৫
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১০ ই জুন, ২০২১ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: ৭। মানুষ মৃত্যুর কথা ভুলে যায়। তাই ক্যাচাল করে। অথচ যে কেউ যে কোনো সময় মরে যেতে পারে।
১১ ই জুন, ২০২১ দুপুর ২:০৪
ফেনা বলেছেন: হুম।
আপনার থেকে বাকি উত্তর জান্তে চাই।
৩| ১০ ই জুন, ২০২১ রাত ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভাই কিছু প্রশ্ন জানতে চান নাকি
কিছু প্রশ্নের উত্তর জানতে চান!!
অনেক দিন পরে দেখলাম আপনাকে
কেমন আছেন?
১১ ই জুন, ২০২১ দুপুর ২:০২
ফেনা বলেছেন: হা হা হা ...
জি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই
আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২১ রাত ৮:৩১
হাবিব বলেছেন:
১. জীবন সৃষ্টি কর্তার একটা হুকুম মাত্র। এর উৎপত্তি স্রষ্টার আরাধনা করার জন্য। আমরা খাচ্ছি পড়ছি আনন্দ করছি এগুলো বোনাস।
২. যারা নিজের জীবনের বড়াই করে তারা বোকা। জ্ঞানপাপী।
৩. মানুষ মনে করে সম্পদ তাকে অমর করবে অথবা স্থায়ীত্ত্ব দিবে। আমরা যদিও মুখে বলি যে " যে কোন সময় মরতে পারি" কিন্তু অন্তরে বিশ্বাস করি না।
৪. আসলে মানুষ যেটাতে লাভ বলে ভাবে তাই করে। ভালোবাসার কথাটাও তেমনি। মানুষ আসলে নিজের জন্যই সব করে। ঐ যে দেখেন না কেউ মরলে যখন আরেকজন কান্না করে তখনও বলে "আমার কি হইবো রে" অথবা আমার সংসার এখন কেমনে চলবে। এই জাতীয় কথা বলে। যে মারা গেছে তার জন্য কান্ন্ করে না।
৫. মৃত্যু স্রষ্টার হাতে বলেই যে না খেয়ে থাকতে হবে বিষয়টি এমন নয়। আপনাকে পরিশ্রম করার জন্য ধর্মগ্রন্থে উৎসাহিত করা হয়েছে। তাই না খেয়ে হাত গুটিয়ে বসে থাকা পাপ।
৬. আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস ১০০% নাই বলে।
৭. যারা ক্যাচাল করে তারা এই কথা মন থেকে বিশ্বাস করে না।