নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আমি আদমের জাত-
তুমি হাওয়া
নিশিদ্ধ গন্ধমের পথে
হবেনা বন্ধ আমার যাওয়া।
তুমি ত সুবাসিত পথের
গ্রীষ্মের দুপুরে
হীমেল হাওয়া।
আমি আদমের জাত-
তুমি হাওয়া
নিশিদ্ধ গন্ধম
সেতো তোমার আমার মিলনের বাহানা।
২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:২৫
ফেনা বলেছেন: হা হা হা.।
তাই নাকি???
তবে আমি প্রতি বছরই এই গন্ধম নিয়ে কিছু একটা লিখি।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৩১
ফেনা বলেছেন: রাজীব ভাই কেমন আছেন?
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাল থাকবেন।
৩| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: গুড গন্ধম সিরিজ লেখো ভাইয়া।
২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৯
ফেনা বলেছেন: তাই......
ঠিক আছে , চেষ্টা করব।
৪| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: গন্দম মূলত কি? আপেল?
৫| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আদম আ: বলুন। নাহলে আদবের বরখেলাপ হবে।
৬| ২৭ শে মে, ২০২৩ রাত ১০:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আর একটু সময় নিয়ে গুছিয়ে লিখলে সুন্দর গীতিকবিতা হয়ে যেত।
৭| ২৮ শে মে, ২০২৩ সকাল ১১:২৩
রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: আদম আ: বলুন। নাহলে আদবের বরখেলাপ হবে।
আদম শব্দের অর্থ মানুষ ।
গন্ধমের সাথে ইবলিশের কি সম্পর্ক ?
৮| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৭
নাহল তরকারি বলেছেন: নারী পুরুষের মধ্যে কত আকর্ষণ। তাই না?
৯| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: একটি গন্দমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া । গানটি বেশ জনপ্রিয়। গন্দমের কারনেই আজকের পৃথিবী মানব সভ্যতা। সবই স্রষ্টার লীলা । নারীরা পারে পুরুষদের প্রলুব্ধ করতে ।
১০| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৩:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: আহারে, কেন যে গন্ধম খাইলো!
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: সবাই এত গন্ধম নিয়ে কবিতা লিখছে কেনো ভাইয়া??
কদিন আগে আরেক ভাইয়াও লিখলো কারণ কি বুঝতে পারছি না।