নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

গন্ধম

২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:১০



আমি আদমের জাত-
তুমি হাওয়া
নিশিদ্ধ গন্ধমের পথে
হবেনা বন্ধ আমার যাওয়া।

তুমি ত সুবাসিত পথের
গ্রীষ্মের দুপুরে
হীমেল হাওয়া।

আমি আদমের জাত-
তুমি হাওয়া
নিশিদ্ধ গন্ধম
সেতো তোমার আমার মিলনের বাহানা।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: সবাই এত গন্ধম নিয়ে কবিতা লিখছে কেনো ভাইয়া??

কদিন আগে আরেক ভাইয়াও লিখলো কারণ কি বুঝতে পারছি না।

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:২৫

ফেনা বলেছেন: হা হা হা.।
তাই নাকি???
তবে আমি প্রতি বছরই এই গন্ধম নিয়ে কিছু একটা লিখি।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৩১

ফেনা বলেছেন: রাজীব ভাই কেমন আছেন?

ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাল থাকবেন।

৩| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: গুড গন্ধম সিরিজ লেখো ভাইয়া। :)

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৯

ফেনা বলেছেন: তাই......
ঠিক আছে , চেষ্টা করব।

৪| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: গন্দম মূলত কি? আপেল?

৫| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আদম আ: বলুন। নাহলে আদবের বরখেলাপ হবে।

৬| ২৭ শে মে, ২০২৩ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আর একটু সময় নিয়ে গুছিয়ে লিখলে সুন্দর গীতিকবিতা হয়ে যেত।

৭| ২৮ শে মে, ২০২৩ সকাল ১১:২৩

রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: আদম আ: বলুন। নাহলে আদবের বরখেলাপ হবে।

আদম শব্দের অর্থ মানুষ ।

গন্ধমের সাথে ইবলিশের কি সম্পর্ক ?

৮| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৭

নাহল তরকারি বলেছেন: নারী পুরুষের মধ্যে কত আকর্ষণ। তাই না?

৯| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: একটি গন্দমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া । গানটি বেশ জনপ্রিয়। গন্দমের কারনেই আজকের পৃথিবী মানব সভ্যতা। সবই স্রষ্টার লীলা । নারীরা পারে পুরুষদের প্রলুব্ধ করতে ।

১০| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৩:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: আহারে, কেন যে গন্ধম খাইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.