নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমি হারিয়ে যাইনি; দূরে থাকার চেষ্টা করি (কাজী ফাতেমা ছবির "=তুমি হারিয়ে গেলে....... সহসা=" প্রতি উত্তর)

২২ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৯



আমি না হয় আষাঢ়ের বৃষ্টি হয়ে ঝরে পড়ব তোমার গালে-
গাল বেয়ে যখন ধীরে খুব ধীরে নীচে আসব নেমে -
আমার স্পর্শের তাজাল্লী তোমার দেহ মনে যা আলোড়ন সৃষ্টি করবে;
তুমি কি সইতে পারবে-ছবি??

তুমি জান না ছবি, আমি আজো তোমার ছবি বুকে নিয়ে ঘুরি,
ঘুরে ঘুরে প্রকৃতির মাঝেও তোমার ছবি দেখার অপেক্ষায় থাকি।
আর কোন দিন আমার হবে না তুমি,
সে আমি জানি-
কিন্তু জান কি ছবি; আমার এই মনটা না কিছুতেই মানতে চায় না।
মাঝে মাঝে ব্যকুল হয়ে উঠে,
অনেক অসম্ভবকে সম্ভব করতে মন চায়।

আবার ভাবি আমার এই অসম্ভবকে সম্ভব করতে মন চাওয়াটা
তোমার জীবনে এক অজানা কাল ঝড় নিয়ে আসবে
সব ভেঙ্গেচুরে নাশ করে দিবে তোমার জীবনের-
ছোট বড় সব সৌন্দর্য্য, আনন্দ, খুশি।

আমি চাইনা আমার ভালবাসার মানুষটার জীবন থেকে আনন্দ-খুশি হারিয়ে যাক,
চাই না এলোমেলো হোক তার গোছানো সুন্দর জীবন।

তাই ত-
নিজেকে লুকিয়ে রাখি তোমার থেকে।
দূর যত দূর পারি নিজেকে সরিয়ে রাখি
আমার ভালবাসার মানুষ তুমি ছবিকে ভাল রাখার জন্যই।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৯

অপু তানভীর বলেছেন: আগে প্রায় এই রকম কবিতার প্রতিউত্তর আসতো । একজন একটা কবিতা লিখলো তার প্রতি উত্তরে অন্যজন লিখলো আরেকটা ! অনেক দিন পরে আবার দেখা গেল !

চমৎকার !

২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪৭

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকবেন।

২| ২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪৭

জগতারন বলেছেন:
এতো দেখি একটি সুন্দর কবিতা-এর প্রতি উত্তর আরও
একটি সুন্দর কবিতা !
দুটি' কবির প্রতিই অভিন্দন ও ভালবাসা জানাইলাম।

২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫০

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়।

কেমন আছেন আপনি?

৩| ২৩ শে জুলাই, ২০২৩ ভোর ৫:০২

ঢাকার লোক বলেছেন: কবিতাটা মনে হলো দুবার এসেছে, আর 'সম্ভব' বানানটিও ঠিক করে দিলে ভালো হয়! ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৭

ফেনা বলেছেন: পনাকে অনেক ধন্যবাদ। বানান ঠিক করে দিয়েছি। আর কবিতাটি এখানে একবারই আছে।
ভাল থাকেন।

৪| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: কবিতা ও ছবিতা দুই সুন্দর!!!

২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ছবিটা ছবি আপুর পোষ্ট থেকেই নিয়েছি।

৫| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৯

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

বাকপ্রবাস বলেছেন: ছবি, সুন্দর

২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

ফেনা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কেমন আছেন আপনি?

৭| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯

মুগ্ধ নয়নের আগন্তুক বলেছেন: আমার ইমেইল ও পাসওয়ার্ড আইডি ভুলে গেছি দেখে আমার ব্লগে ঢুকতে পারতেছি না, শুধু আমার ইউজার নেম মনে আছে, এখন কিভাবে আমার ব্লগে ঢুকতে পারি কারো কোন আইডিয়া ?

২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২০

ফেনা বলেছেন: দূঃখিত ভাই, এই ব্যাপারে আমি ভীষণ অজ্ঞ

৮| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: কাজী ফাতেমা ছবির কবিতাটা একটু আগেই পড়লাম। সেখানে আপনার মন্তব্যের সূত্র ধরে আপনার এই কবিতা (উত্তর) টাও পড়ে গেলাম। আমার কাছেও মনে হলো যে কবিতাটা দুবার এসেছে, আর 'সম্ভব' বানানটি প্রথমটিতে সম্পাদনা করে ঠিক করা হলেও দ্বিতীয়টাতে এখনও অশুদ্ধ রয়ে গেছে।
তবে, কবিতা ভালো হয়েছে।

২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২৪

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই আমি খেয়াল করে দেখিনি। আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক করে দিলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.