নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল কিন্তু ধরার মানুষ গুলোর মধ্যে শুচিতা আর এল না। প্রকৃতিও নাছোড় বান্দা , একমাস ধরে শুচি করার জন্য দহন চালিয়ে গেল। কত আবেদন, নিবেদন, প্রার্থনা কোন কিছুই প্রকৃতির কর্ণকুহরে প্রবিষ্ট হল না। শেষ পর্যন্ত প্রকৃতি হয়তো বুঝলো ইহা বাঙাল মুলুক এখানে নির্মুলতাই শুচি করার একমাত্র উপায়, তাই হয়তো শেষ পর্যন্ত ক্ষ্যামা দিল ।

গতকাল কালবৈশাখীর সাথে বরিষ ধারার বর্ষনে সিক্ত, প্রশান্ত হলো প্রকৃতি।

সবাইকে রুদ্র কালবৈশাখী এবং প্রশান্ত বৃষ্টির শীতল শুভেচ্ছা।

ছবিঃ অন্তর্জাল

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:২২

অধীতি বলেছেন: কালবৈশাখীর ঝাপটা বেশ উপভোগ করেছি। সাথে শীলার ঝড়ে পড়া বেশ আনন্দ দিয়েছে।

০৬ ই মে, ২০২৪ রাত ৮:৩১

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন মাসাধিক কাল দদ্ধ হওয়া গরমের পর কালকের ঝড়, বৃষ্টি ছিল প্রচণ্ড স্বস্তিদায়ক। ধন্যবাদ।

২| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর রহমতে প্রকৃতি শেষ পর্যন্ত ঠান্ডা হলো আলহামদুলিল্লাহ

০৬ ই মে, ২০২৪ রাত ৮:৫১

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন আপা। তবে দিন দশেক আগে যদি স্বস্তিটা আসতো তবে এই গরীবের অনেকগুলো টাকা জলে যেত না।

৩| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:৫৬

লেখার খাতা বলেছেন: আহা! কি সুন্দর লেখার স্টাইল!

০৬ ই মে, ২০২৪ রাত ১০:০৫

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:৫৬

ধুলো মেঘ বলেছেন: সময়মত বৃষ্টি না হওয়া - বাংলাদেশের জন্য একটা বড় গজব।

০৬ ই মে, ২০২৪ রাত ১০:১১

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি সবই আমাদের জন্য গজব। ধন্যবাদ সাথে থাকায়।

৫| ০৭ ই মে, ২০২৪ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: এবার বৃষ্টিও বেশি হওয়ার সম্ভাবনা আছে।

০৭ ই মে, ২০২৪ দুপুর ২:২৭

বিষাদ সময় বলেছেন: এবার বৃষ্টিও বেশি হওয়ার সম্ভাবনা আছে।

এই আশঙ্কাটা আমিও করছি। আশা করি ভাল আছেন। ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০২৪ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: চিন্তার বিষয় হচ্ছে, পরিস্থিতি দিন দিন এর চেয়েও খারাপ হবে বলে প্রাজ্ঞজনেরা বলছেন। জলবায়ু পরিবর্তনের কারণে ভালো হবার কোন সম্ভাবনা নেই! :(
লেখাটা সুন্দর হয়েছে। + +

২৬ শে মে, ২০২৪ রাত ৮:৫০

বিষাদ সময় বলেছেন: সব সময় পাশে থেকে উৎসাহ দেয়ায় কৃতজ্ঞতা। আপনার কথার সাথে সম্পূর্ণ সহমত।
এর পর মনে হয় শুরু হবে অতি বৃষ্টি।
ধন্যবাদ এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.