নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় সারাবেলা। অস্থির জীবনটা।

রাসেল আকতার

পাগল মানুষ

রাসেল আকতার › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আসলেও মুসলিম

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌ আমরা মুসলিমরা বিশ্বাস করি বর্তমানে ইসলাম-ই হল একমাত্র দীন বা ধর্ম আর কুরআন ই হল একমাত্র কিতাব যা আমাদের শেষ নবী মোহাম্মাদ সঃ এর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এর আগে আসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে আল্লাহ তায়ালা প্রেরন করেছিলেন। বর্তমানে আমরা নামে মুসলমান হলেও প্রকৃত ভাবে আমরা মুসলমান না। কারন আমাদের কাজে কর্মে, আর আল্লাহ এবং তার রাসুলদের নিয়ে যে বিশ্বাস আমরা পোষণ করি তা একজন মুসলিমের সাথে সাংঘারষিক।

আমাদের এই বাংলাদেশ আলেম ওলামার দেশ। আমাদের এই দেশটায় ইসলাম নতুন আসেনি। মহাম্মাদ সঃ এর জামনার শেষের দিকেই আমরা পেয়েছি। কিন্তু বর্তমান এ দেখা যাচ্ছে আমরা নামেই মুসলমান কাজে নয়। এর জন্যই ইসলাম বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইসলামকে সঠিকভাবে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে একখানা কিতাব দিয়েছেন তা হল " কুরআন"। কিন্তু আজ আমরা কুরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। আল্লাহ কুরআনে সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন তা হল - ইকরা অর্থ পড়। আল্লাহ তায়ালা পড়তে বললেন আর আমরা পড়ছিনা শুনে শুনে পালন করার চেস্টা করছি। কিন্তু যাদের কাছ থেকে শুনছি তারা কি আমাদের ইসলামের সঠিক বিষয় জানাচ্ছেন? না এগুলোর মাঝে তাদের মনগড়া বিষয়ও বিদ্যমান রয়েছে।

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের সর্বপ্রথম আকিদা ঠিক করতে হবে। আল্লাহ এবং তার রাসুলদের নিয়ে যে বিশ্বাস তা ঠিক করতে না পারলে আমরা খাঁটি মুসলমান হতে পারব না। প্রিয় দ্বীনই ভাইয়েরা আপনাকে ভুল পথে চালনা করা, ভুল তথ্য দিয়ে আপনার ইমান নষ্ট করা আমার লক্ষ্য নয়। আমি একজন মুসলমান, আমি আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার রাসুল সঃ কে মনে প্রানে বিশ্বাস করি, বিচার দিবস, ফেরেস্তা, তাকদির,জান্নাত জাহান্নাম কে বিশ্বাস করি। অতএব আপনাকে ইসলামের সঠিক বিষয়টিই জানানো আমার লক্ষ্য।
প্রিয় দ্বীনই ভাইয়েরা আমি বলছিলাম আমাদের বর্তমান আলেম সমাজ আমাদের যা জানাচ্ছে তার অনেক কিছুই ভুল। তারা তাদের মনগড়াও কথা আমাদের জানাচ্ছে। তাই আসুন আমরা আমাদের কিতাব কুরআন আর নবী সঃ এর সুন্নাহ (হাদিস) কে আকড়ে ধরি। আমরা নিয়মিত কুরআন অর্থসহ তিলাওয়াত করি আর হাদিস পড়ি তাহলে সঠিকটা বুঝতে পারব।

বাংলাদেশের সহিহ আকিদার জনপ্রিয় সকল বক্তাদের ওয়াজ মাহফিল শুনতে এইখানে ক্লিক করুন। আর ইসলামের সঠিক ইতিহাস জানুন।
এটা আমার প্রথম লেখা। আমার লেখার মাঝে যদি কোন ভুল থাকে আমাকে জানাবেন। আল্লাহ আমার আর আপনাদের মঙ্গল করুন আমিন।

WebSite

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


"আমাদের এই বাংলাদেশ আলেম ওলামার দেশ। "

৪০% লোকজন নাম লিখতে পারে না, দেশ আলেম ওলামার দেশ হয়ে গেছে?

২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩১

আহলান বলেছেন: সবাই নিজেকে সহিহ ভাবে, ভাবায়, এটা একটা বড় সমস্যা ..

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩১

রাসেল আকতার বলেছেন: আসসালামু আলাইকুম, জী ভাই আপনার এই কথার সাথে আমি একমত। আমরা যে যেখানে আছি ভাবি আমিই ঠিক, আর সবাই ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.