নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯



গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।

কারনে অকারনে বাংলাদেশীদের ছাটায় করে, শূন্যপদে ভারতীয়দের নিয়োগ দিয়েছে, দিচ্ছে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। অন্য অপারেটরদের চেয়ে কল/ইন্টারনেট রেট বেশি, সেবা অন্য অপারেটরদের চেয়ে ভাল তাও নয়। তবুও আমরা এক অদৃশ্য মায়ায় সিম চেন্জ করি না। আমাদের বিবেক কাজ করে না, আবেগও মলীন। শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত... ।

তবে আমার পরিবারের GPর ৭ টা সিম বহু আগেই বন্ধ করে দিয়েছি। এখনও আমরা কেউ GP ব্যবহার করি না। আবার আত্মীয়/ বন্ধুদের যদি GP ছাড়া অন্য সিম থাকে, সেই নাম্বারেই কল দেই। এটাই নীরব প্রতিবাদ।

সিটিসেল মার্কেটে আসা খুব জরুরি।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই জিপি যা হারামী শুরু করছে। প্যাকেজের দাম দিনে দিনে বাড়াইতেছেই খালি।

মেজাজটা গরম হয়ে যায় কল করলে , অনেক টাকা কাটে। টেলিটক রেখেছি কথা বলার জন্য আর গ্রামীণ নেটের জন্য্
টেলিটক যদি নেটওয়ার্ক উন্নত করতো তাহলে গ্রামীণের দিন শেষ হয়ে যেত

১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩

অপলক বলেছেন: হুম...

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২০

আলামিন১০৪ বলেছেন: জানা ছিল না, আমার বন্ধুদের অনেকে জিপি তে চাকুরী করে, জিজ্ঞাসা করতে হবে। এদের মধ্যে কেউ র’ ঢুকে পড়লে, বিপদ

১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

অপলক বলেছেন: আপডেট পেলে ভাল লাগবে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭

সুলাইমান হোসেন বলেছেন: আমিও জিপি অনেক আগেই বাদ দিয়েছি,বি এল এবং রবি ব্যবহার করি।

১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫

অপলক বলেছেন: আমি বাংলালিঙ্ক আর টেলিটক ব্যবহার করি।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

নতুন নকিব বলেছেন:



গ্রামীণফোন আসলে এখন ফাজলামোর চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। অতিরিক্ত কল রেট, ইন্টারনেটের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করা, মেয়াদ শেষ হয়ে গেলে গ্রাহকের টাকায় কেনা অব্যবহৃত ইন্টারনেট ব্যালেন্স বাজেয়াপ্ত করে নেওয়া, এবং পদে পদে গ্রাহক হয়রানি- সব মিলিয়ে এই কোম্পানি গ্রাহকদের প্রতি সম্পূর্ণ উদাসীনতা ও অসাধু আচরণের এক নিকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে।

গত সপ্তাহে আমার একটি গ্রামীণফোন সিমে ৭ দিনের মেয়াদসহ ১৯৮ টাকার ইন্টারনেট প্যাকেজ রিচার্জ করি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, GP স্বয়ংক্রিয়ভাবে সেই রিচার্জের টাকা থেকে ৩৫ টাকা কেটে নিয়ে পুরোনো একটি ইমার্জেন্সি ব্যালেন্স সমন্বয় করে ফেলেছে, ফলে প্যাকেজটি সঠিকভাবে লোড হয়নি। আমার একদমই জানা ছিল না যে ওই সিমে কোনো ইমার্জেন্সি ব্যালেন্স বকেয়া ছিল, কারণ এ বিষয়ে কোনো স্পষ্ট নোটিফিকেশন বা রিমাইন্ডার দেওয়া হয়নি। ফলে প্যাকেজ সক্রিয় না হওয়ায় GP-এর পক্ষ থেকে একটি মেসেজ এসেছে যাতে তারা “দুঃখ প্রকাশ” করেছে। কিন্তু এই দুঃখ প্রকাশের কোনো মূল্য নেই, কারণ গ্রাহকের টাকা তো ইতিমধ্যে কেটে নেওয়া হয়েছে এবং প্রাপ্য সার্ভিস গ্রাহকের সময় মত দেওয়া হয়নি।

এ ধরনের অস্বচ্ছ ও গ্রাহক-বিরোধী নীতি চালিয়ে যাওয়া সত্যিই অত্যন্ত বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য। গ্রামীণফোনের উচিত গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এসব অনিয়ম বন্ধ করা এবং আরও স্বচ্ছতার সঙ্গে সার্ভিস প্রদান করা।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৩

অপলক বলেছেন: দু:খজনক। সরকারের উচিত এসব নিয়ে যাচাই বাছাই করে গ্রাহকের সর্বোচ্চ সুবিধি নিশ্চিত করা।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩০

শ্রাবণধারা বলেছেন: মেইন ব্রান্চে ১১৮০ জনের মধ্যে ৭১৯ জন ভারতীয়!! :) গাজা খেয়েছেন???

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৪

অপলক বলেছেন: খবর চ্যানেলে চোখ রাখুন। সামুতে ঘুরঘুর করে দিন পার করলে চলবে না শুধু।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৮

ধুলো মেঘ বলেছেন: গ্রামীন ফোন হল হারামীর বাচ্চা হারামী। কিন্তু আফসুসের কথা এই যে আমি গত ১০ বছরে মোত তিনটি কোম্পানিতে চাকরি করেছি - প্রত্যেকটিতেই গ্রামীন সিম ব্যবহার করতে দিয়েছে। কর্পোরেট সেক্টর এরা একক নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৮

অপলক বলেছেন: গ্রামীনের দাদাগিরি অনেক আগে থেকে। গত পরশু গ্রামীন আবার এয়ারটেলের বিরুদ্ধে কেস করেছে নিয়ম ভঙ্গ করেছে অযুহাত দিয়ে। অথচ সে নিজেই নিয়ম না মানায় লীগ সরকারের সময় ৩ বার আদালতের নোটিশ পেয়েছে।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৪

কামাল১৮ বলেছেন: বিব্কদিয়ে ফোন চলবে না।ফোন চলবে টেরনোলজিতে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৫

অপলক বলেছেন: হুমম...

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:০১

মাথা পাগলা বলেছেন: আগে ফ্রান্স বয়কট করে তাদের অর্থনীতিতে বিশাল ধস নামানো হয়েছিলো। এবার ভারতের পালা। ভারতের মানুষ এবার না খেয়ে মরবে। তবে অনুরোধ রইলো ভারতের মানুষকে মারতে গিয়ে নিজের দেশে চালের দাম ৫০০ টাকা করে দিয়েন না।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২২

অপলক বলেছেন: ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কিছু না করলেও চলবে। আমেরিকা একাই একশ। ট্রাম্প ইতোমধ্যে ভারত থেকে সবরকম চাল আমদানি চুক্তি বাতিল করেছে। রুপির দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন ঘটেছে। কাজেই ৫০০ টাকায় না, সামনে হয়ত চাল ৫০টাকায় খাব আমরা।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৪

নিমো বলেছেন: দূআা ইউনূস বেশি বেশি পড়েন। গ্রামীন ফোন দেশ থেকে বিদায় হবে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪২

অপলক বলেছেন: আপনিও আমলে শরীক হোন, আমার চেয়েও বেশি বেশি পড়ুন। সাথে দোয়াতে এটাও যোগ করেন যাতে ড. ইউনুস যেন আরও ৫ বছর দেশ চালানোর সুযোগ পায়।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫০

মাথা পাগলা বলেছেন: ৫০ টাকার চাল খাবেন ভালো কথা কিন্তু কোত্থেকে আমদানী করবেন সেটা ঠিক করেছেন? ট্রেড ওয়ারে সব দেশই কম-বেশী এফেক্টেড। রুপির দরপতন দেখলেন বাংলাদেশেরটা দেখেছেন কি? দরপতন অনেক কারণেই হয় তবে দরপতন প্রফিটের জন্য হতে পারে, সেটা হয়তো আপনি জানেন না। রুপির পতন একটু সার্চ করে দেখলাম, লিংক দেখে নিতে পারেন।


Aljazeera Report / 2025/12/17

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৭

অপলক বলেছেন: মাথা পাগলার মাথা পুরাই আউলা... খেলা তো সবে সুরু। কয়েক মাস পরে আবারও পোষ্টাবো এই টপিকস নিয়ে। ধৈর্য্য ধরুন।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫২

মাথা পাগলা বলেছেন: আগের পোস্টে লিংক কাজ করছে না, এখানে দিয়ে দিলাম।

How have India’s exports jumped 20 percent, despite Trump’s trade war?

https://www.aljazeera.com/news/2025/12/17/how-have-indias-exports-jumped-20-percent-despite-trumps-trade-war

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬

অপলক বলেছেন: নিউজটা গুরুত্বপূর্ন। লিঙ্ক থেকে পড়লাম। তথ্য শেয়ারের জন্যে ধন্যবাদ।

১২| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: কয়েক মাস পরে আবারও পোষ্টাবো এই টপিকস নিয়ে

গত ২০ মাস ধরে ভারতীয় আধিপত্যবাদ ঠেকাচ্ছি আমরা, নিজেদের পশ্চাদেশ মেরে!

২১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

অপলক বলেছেন: গাঁধা কোথাকার...

২০ মাস নয়, ৫৪ বছর ধরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.