নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
একটা হাসি সবাই হাসতে চায়:
কিন্তু মুখমণ্ডল আকাশ তারায়
উজ্জ্বল নয় কারণ সে কবিতার
প্রণয় বুঝে না, কাব্যিক ভাবনাও
নাই, শুধু শুধু মৃম্ময় মৃত প্রায়- জেগে
তুল হাসির বাহানা মধ্যদুপুর।
আমি রোজ রোজ হাসতে চাই-
হাসতে- হাসতে বার বার টয়লেটে
যেতে হয়েছে। এ খবর জানল শুধু
জল ভরা বদনা; চাঁদের বেদনা
সেতো বৃষ্টির পিচল রাস্তা-
করতে কেউ বারন হাসির খাস্তা!
তবুও হাসিটা হয়ে যাক নাস্তা,
রাতের সস্তা বউ- অতঃপর বয়ে আসুক
একটা হাসির মধ্যদুপুর।
১০ জ্যৈষ্ঠ ১৪২৮,২৪ মে ২১
------------------------------
২৪ শে মে, ২০২১ বিকাল ৩:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২১ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।